• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি: তামিম


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০১৭, ০৪:৩০ পিএম
আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি: তামিম

ঢাকা: চার দিন লড়াই করে পঞ্চম দিনে এসে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে হার মেনেছে মুশফিক-ইমরুলরা। চোটে জর্জরিত বাংলাদেশ দলের খেলোয়াড়রা যে সাহসিকতার পরিচয় দিয়েছে ক্রাইস্টচার্চ টেস্টে সেটাই টাইগারদের বড় অনুপ্রেরনা। শুক্রবার (২০ জানুয়ারি) ক্রাইস্টচার্চের হেগলি ওভালে বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তামিম ইকবালের। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এই উদ্বোধনী ব্যাটসম্যান জানালেন তিনি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন।

নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহীমের চোটের কারণে অধিনায়কের দায়িত্ব চেপেছে তামিমের কাধে। যদিও ওয়েলিংটন টেস্টের মাঝ পথে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তামিম। তবে এবারই প্রথম অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তিনি। ক্রাইস্টচার্চ টেস্টটি রীতিমত তামিমের জন্য অগ্নিপরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এই টেস্টে বাংলাদেশ পাচ্ছে না তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মমিনুল হককে।

তবে বিষয়টি না ভেবে তামিম জানিয়েছেন এটি তাঁর জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ নিতে সদা প্রস্তুত তিনি। তামিম বলেন, ‘আমার জন্য এটি অধিনায়কত্ব যাচাই করার ম্যাচ। সঙ্গে খানিটা চ্যালেঞ্জও। আমি  করি। আন্তর্জাতিক ক্রিকেটে এটা নতুন হতে পারে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে অনেক দিন নেতৃত্ব দিয়েছি। আমার জন্যও এটা শেখার সুযোগও’।

তামিম বলেন, ‘ব্যক্তি হিসেবে আমি যেমন, আমি যেভাবে অধিনায়কত্ব করতে পছন্দ করি সেভাবে আমার পরিকল্পনা ঠিকমতো কাজ করলে কিছুদিন তা চমৎকার কিছু মনে হবে। আবার এটা অন্যদিকেও যেতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের যে সুযোগ পেয়েছি এটাও আমার জন্যে শিক্ষণীয় হবে। আমি যে রকম মানসিকতার মানুষ আমি সেভাবে ব্যাটিং করতে পছন্দ করি এক্ষেত্রেও আমি ইতিবাচক অধিনায়কত্বের চেষ্টা করব।’

অধিনায়কত্ব নিয়ে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না তামিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চাপের কিছু দেখছি না। অধিনায়কের কিছু হলে আমাকে দায়িত্ব নিতে হবে। এটা ভেবেই আমাকে সহ-অধিনায়ক করা হয়েছে।,

দলের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অনুপস্থিতির পরেও তামিম জয়ের স্বপ্ন দেখছেন। আর তাঁর দল আগামীকাল জয়ের জন্যই খেলবে বলে জানালেন। তামিম বলেন, ‌জয়টা আমাদের খুবই দরকার। দলে তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই। ওয়েলিংটন থেকে এখানের উইকেট কিছুটা ভিন্ন। তবে উইকেট যেমনই হোক জয়ের জন্যই খেলবো।’

ক্রাইস্টচার্চের উইকেট নিয়ে তামিম বলেন, ‘উইকেট কী হলো না হলো সেটা নিয়ে আমরা প্রথমেই ভাবতে রাজি না। আমি ক্রাইস্টচার্চের উকেটের সঙ্গে খুব বেশি পরিচিত না। এখানে আমি মাত্র একটি ওয়ানডে খেলেছি।  উইকেট যাই হোক না কেন আমরা সেভাবেই খেলব। ভালো ক্রিকেট খেলা আমাদের টার্গেট।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!