• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরফানের পরিবর্তে জুনায়েদ


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১০, ২০১৭, ০৪:২৬ পিএম
ইরফানের পরিবর্তে জুনায়েদ

ঢাকা: টেস্টে হোয়াইটওয়াশের পর আগামী শুক্রবার ব্রিসবেনে আবারো স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না পাক পেসার মোহাম্মদ ইরফান। মায়ের মৃত্যুর কারণে দেশে ফিরে গেছেন তিনি। তার পরিবর্তে জুনায়েদ খানকে দলভূক্ত করা হয়েছে।
 
গত ৩০ ডিসেম্বর ঘোষিত ১৫ সদস্যের প্রাথমিক দলে ছিলেন না ২৭ বছর বয়সী জুনায়েদ। এ সম্পর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মায়ের মৃত্যুর কারনে ইরফান দেশে ফিরে যাওয়ায় নির্বাচক প্রধান ইনজামাম উল হক দলের সাথে পরামর্শ করেই জুনায়েদের দলভূক্তির সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৫ সালের মে মাসের পর থেকে দলের বাইরে রয়েছেন জুনায়েদ। এ পর্যন্ত ৫২টি ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ৭৮টি। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লীগে ১৪ ম্যাচে তিনি সংগ্রহ করেছেন ২০ উইকেট।

আগামী শুক্রবার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ। এরপর ১৫ জানুয়ারি মেলবোর্নে, ১৯ জানুয়ারি পার্থে, ২২ জানুয়ারি সিডনিতে ও ২৬ জানুয়ারি এডিলেডে পরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!