• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইসলামী ব্যাংকের ৫০ লাখ টাকার অনুদান


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৩, ২০১৬, ০৯:১২ পিএম
ইসলামী ব্যাংকের ৫০ লাখ টাকার অনুদান

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ’র সেবা ও প্রশিক্ষণ কার্যক্রমের দক্ষতা বাড়াতে ৫০ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছেন। এ লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আইসিসি’র মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান মঙ্গলবার (২৩ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। 

আইসিসি বাংলাদেশ’র সভাপতি মাহবুবুর রহমান ও ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এ সময় আইসিসি’র এক্সিকিউটিভ বোর্ড মেম্বার ও ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র (ডিসিসিআই) সাবেক সভাপতি আ.স.ম কাসেম ও রাশেদ মাকসুদ খান, বিকেএমইএ’র সাবেক সভাপতি মো. ফজলুল হক, আইসিসি বাংলাদেশ’র সেক্রেটারি জেনারেল আতাউর রহমান, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার, আবদুস সাদেক ভুইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন, আবু রেজা মো. ইয়াহিয়া ও কেএম মনিরুল আলম আল-মামুনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!