• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদের দিনেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ


চট্টগ্রাম প্রতিনিধি আগস্ট ২১, ২০১৭, ০৯:২৮ পিএম
ঈদের দিনেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ

ফাইল ফটো

চট্টগ্রাম: ঈদের দিন বিকেলের মধ্যে বন্দর নগরীর কোরবানির পশুর বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির।

রোববার (২০ আগস্ট) চসিক কে বি আবদুচ ছাত্তার মিলনায়তনে আয়োজিত এক সভায় নগরবাসীর প্রতি এ নির্দেশ দেন তিনি।

চসিক মেয়র বলেন, কোরবানি পশুর বর্জ্য অপসারণে গত বছরের মতো এবারও ম্যাসিভ প্রোগ্রাম হাতে নেয়া হয়েছে। চাঁদ দেখার সঙ্গে সঙ্গে নগর জুড়ে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা শুরু করা হবে। ঈদের দিন বিকেল ৫টার মধ্যে কোরবানি বর্জ্য অপসারণ শেষ করতে হবে।

আ জ ম নাছির বলেন, সম্প্রতি সময়ে পরিচ্ছন্ন কর্মীদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। এজন্য প্রত্যেক কাউন্সিলরকে নিজ নিজ ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত নিস্ক্রিয় পরিচ্ছন্ন কর্মীদের তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেয়া হচ্ছে।

সভায় ঈদুল আযহা উপলক্ষে নগরীর ৪১ টি ওয়ার্ডকে ৪টি জোনে বিভক্ত করে বর্জ্য অপসারনের কাজে নিয়োজিতদের ঈদের দিন খাদ্য সরবরাহ করা, অবৈধভাবে গড়ে উঠা পশু বাজার উচ্ছেদসহ নানা বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!