• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুশলকে দ্রুত ফেরানোর তাগিদ মিরাজের


ক্রীড়া প্রতিবেদক মার্চ ৭, ২০১৭, ০৯:২৫ পিএম
কুশলকে দ্রুত ফেরানোর তাগিদ মিরাজের

ঢাকা: ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরিটাকে ডাবল সেঞ্চুরিতে রুপান্তরিত করার অপেক্ষায় রয়েছেন কুশল মেন্ডিস। অথচ তার অনেক আগেই ফিরে যাওয়ার কথা ছিল। জীবন পেয়ে জীবনের সেরা ইনিংসটি খেলার পথে রয়েছেন কুশল। তাকে থামাতে না পারলে বাংলাদেশকে বড় রানের নিচেই চাপা পড়তে হবে।

প্রথম দিন শেষে সংবাদমাধ্যমের সামনে এসে মেহেদি হাসান মিরাজও বলে গেলেন, কুশলকে দ্রুত ফেরানোর কথা। কারণ তার উইকেটে থাকা মানে আরও বড় ইনিংস দেখা। একই সঙ্গে শ্রীলঙ্কার স্কোরবোর্ডেও জমা পড়বে বড় রান। মিরাজ বলেন,‘ ওদের চার ব্যাটসম্যান ইতোমধ্যে ফিরে গিয়েছে। এখন ওদের দুজন মূল ব্যাটসম্যান রয়েছে। কুশল-নিরোশান ডিকওয়েলাকে দ্রুত ফেরাতে পারলে লোয়ারঅর্ডার ব্যাটসম্যানরা চলে আসবে। শেষের ব্যাটসম্যানরা এই উইকেটে বেশি রান করতে পারবে না। আমাদের লক্ষ্য থাকবে সকালেই ওদের দুজনের উইকেট তুলে নেওয়া।’

শুরুতে বোলাররা গলের উইকেট থাকলেও পরে সেটা আর থাকেনি। উইকেট আরও দুদিন ব্যাটিং সহায়ক হতে পারে। চতুর্থ দিন থেকে বল টার্ন আশা করছেন মিরাজ। তিনি বলেন,‘ ব্যাটসম্যানরা যদি ভালো খেলে তাহলে আমরা ভালো জায়গায় থাকব। এখানকার উইকেটে মানিয়ে নিতে সময় লাগবে। এরপর সহজেই খেলা যাবে। তাদের কাজটা সহজ করতে আমাদের লক্ষ্য শ্রীলঙ্কাকে যত কম সময়ে অলআউট করা যায়।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!