• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় পাট দিবসের র‌্যালি, আলোচনা সভা


কুষ্টিয়া প্রতিনিধি মার্চ ৬, ২০১৭, ১২:৫১ পিএম
কুষ্টিয়ায় পাট দিবসের র‌্যালি, আলোচনা সভা

কুষ্টিয়া : ‘সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ায় পাট দিবস পালিত হয়েছে। সোমবার (০৬ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো, জহির রায়হান।

এসময় তিনি বলেন, পাট শিল্পের সঙ্গে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জড়িত। দেশীয় সংস্কৃতি ও কৃষ্টির সঙ্গে মানানসই পাট ও পাটজাত পণ্য দেশে যেমন গুরুত্বের দাবিদার, তেমনি বিশ্ব বাজারেও এটি এখন অনন্য পরিবেশ-বান্ধব পণ্য হিসেবে সমাদৃত।

দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়া। জেলার খাজানগরে রাইচ মিল রয়েছে ব্যাপক। জেলা প্রশাসন এসব চালকলে পাটজাত বস্তা ব্যবহারে নিশ্চিতকরণে অগ্রনী ভূমিকা পালন করেছে বলেও জানান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌসের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেন, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা বানু, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমান, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার শিহাব রায়হান, দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক এসএম কাদেরী শাকিল, কুষ্টিয়া সরকারী কলেজের আইসিটি বিভাগের অধ্যাপক লাল মোহাম্মদ, জেলা সসমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোখসানা পারভীন,  জেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন প্রধান, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন সর্দ্দার, রশীদ গ্রুপের চীফ অব কর্পোরেট আব্দুস সালাম মিল মালিক রফিকুল ইমলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস। এর আগে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!