• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খাদ্যে বিষক্রিয়ায় তাবলীগের ১৩ সদস্য অসুস্থ


সিরাজগঞ্জ প্রতিনিধি জুন ১৬, ২০১৭, ১১:২২ এএম
খাদ্যে বিষক্রিয়ায় তাবলীগের ১৩ সদস্য অসুস্থ

ফাইল ছবি

সিরাজগঞ্জ: জেলায় খাদ্যে বিষক্রিয়ায় তাবলীগ জামাতের ১৩ জন সদস্য অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় পৌর এলাকার একডালা প্রজেক্ট মসজিদে ইফতারি খাবার খেয়ে তারা অসুস্থ্য হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অসুস্থরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং থানার মৃত রায়হান আলীর ছেলে মো. ফিরোজ (৬০) একই থানার মো. রবিউল (২০), রুহুল আমীনের ছেলে ফয়সাল, আব্দুল কুদ্দুসের ছেলে ফরহাদ হোসেন, সেলিমের ছেলে আরাফাত (১৫), বাদুয়াপাড়ার আবুল হোসেনর ছেলে রেজাউল, রুহুলের ছেলে মো. গোলাম রব্বানী, আক্তার হোসেনের ছেলে হাসান, সিদ্দিকুর রহমানের ছেলে নাজমুল (১৭), জুয়েল, মো. তোফায়েল ও আবুল বাসারের ছেলে মো. মহিউদ্দিন।

তাবলীগ জামাতের সদস্য মাওলানা শহিদুল ইসলাম জানান, অসুস্থ এ ১৩ জন তাবলীগ জামাতের সদস্য ৪০ দিনের চিল্লায় কুমিল্লা জেলা থেকে গত ১ মাস আগে সিরাজগঞ্জে আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার খেয়ে অসুস্থ্য হয়ে পড়লে তাদেরকে রাত ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরী রিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রোকন উদ্দিন জানান, খাদ্যে বিষক্রিয়ায় তারা অসুস্থ্য হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। হাসপাতাল থেকেই তাদের ঔষধ সরবরাহ করা হচ্ছে। তারা এখন আশঙ্কামুক্ত। তবে সুস্থ্য হতে সময় লাগবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!