• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় বাস খাদে পড়ে নিহত ১৬


গাইবান্ধা প্রতিনিধি জুন ২৩, ২০১৮, ০৭:৫৩ এএম
গাইবান্ধায় বাস খাদে পড়ে নিহত ১৬

গাইবান্ধা: জেলার পলাশবাড়ির মহেশপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (২৩ জুন) ভোর পৌনে ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি মাহমুদুল।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, ‘আলম এন্টার প্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস পঞ্চগড়ের উদ্দেশে যাচ্ছিল। বাসটি রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ির মহেশপুর নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও ৬ জন। গুরুত্বর আহতদের উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর মেডিকেল কলেজ ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজসহ বিভ্ন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!