• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে দুই কারখানাকে জরিমানা


গাজীপুর প্রতিনিধি  জুলাই ২০, ২০১৬, ০৮:০২ পিএম
গাজীপুরে দুই কারখানাকে জরিমানা

পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার ইউনীগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মহানগরীর বাদেকলমেশ্বর এলাকার জেনারেটর সার্ভিসিংয়ের কারখানা এবিবি লিমিটেডকে এক লাখ ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট উইং ওই দুই কারখানাকে এই জরিমানা করে।

পরিবেশ অধিদফতর ঢাকা সদর দফতরের সহকারী পরিচালক মোঃ মোজাহিদুর রহমান জানান, দূষণ বিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (২০ জুলাই) পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের শ্রীপুরের ইউনীগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিঃ এবং গাজীপুর মহানগরীর জেনারেটর সার্ভিসিং কারখারা এবিবি কারখানা দুটির মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদফতরের ঢাকা সদর দফতরে এনফোর্সমেন্ট উইংয়ে তলব করে  শুনানি গ্রহণ করেন। 

শুনানি শেষে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় সাইকেল কারখানাকে এক লাখ ২৪ হাজার টাকা এবং এবিবি কে ৪হাজার টাকা জরিমানা করা হয়। 

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম
 

Wordbridge School
Link copied!