• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গা পটুয়াখালী ও ফরিদপুরের জয়


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২২, ২০১৭, ০৭:৫৮ পিএম
চুয়াডাঙ্গা পটুয়াখালী ও ফরিদপুরের জয়

ঢাকা: বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় অগ্রণী ব্যাংক ২৬তম জাতীয় যুব হকি প্রতিযোগিতায় রোববার (২২ জানুয়ারি) চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এদিন পল্টনস্থ মওলানা ভাসানী জাতীয় হকি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জয় পেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড, চুয়াডাঙ্গা, পটুয়াখালী ও ফরিদপুর জেলা।

দিনের প্রথম খেলায় নওগা জেলাকে ৭-০ গোলে হারিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষে জাহিদ ৪টি ও জামসেদ দেওয়ান ২টি গোল করেন। ১টি গোল করেন আশিকুর রহমান। দ্বিতীয় খেলায় চুয়াডাঙ্গা জেলা ৬-০ গোলে ফেনি জেলাকে পরাজিত করে। চুয়াডাঙ্গার পক্ষে বায়জিত হোসেন ৩টি ও আকাশ ২টি গোল করেন। সাব্বির করেন একটি গোল।

দিনের তৃতীয় খেলায় যশোর জেলাকে  ২-১ গোলে পরাজিত করেছে পটুয়াখালী জেলা। পটুয়াখালীর পক্ষে রাজিব ও আবির একটি করে গোল করেন। যশোর জেলার পক্ষে ফাহিম হোসেন পরিশোদ করেন। চতুর্থ ও শেষ খেলায় ফরিদপুর জেলা ১০-১ গোলে খুলনা জেলাকে পরাজিত করেছে। ফরিদপুরের পক্ষে হাসান ও স্বজল তিনটি করে গোল করেন। আলিফ ২টি এবং আরাফাত ও চন্দ্র রায় একটি করে গোল করেন। খুলনা জেলার পক্ষে আল ইসলাম একটি গোল পরিশোধ করেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!