• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাদেজাকে হটিয়ে শীর্ষে অ্যান্ডারসন


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১০, ২০১৭, ০৬:০৫ পিএম
জাদেজাকে হটিয়ে শীর্ষে অ্যান্ডারসন

ঢাকা: ভারতয় বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজাকে সরিয়ে আইসিসি টেস্ট বোলিং র‌্যাংকিং-এর শীর্ষস্থান দখল করেছেন ইংল্যান্ডের ডান-হাতি পেসার জেমস অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল শেষ হওয়া তিন ম্যাচের সিরিজে ১৯ উইকেট শিকার করে যৌথভাবে সিরিজ সেরা হন এন্ডারসন। ফলে আইসিসি বোলিং র‌্যাংকিং-এর শীর্ষে উঠলেন লর্ডস টেস্টে ৫শ’ উইকেটের ক্লাবে নাম লেখানো অ্যান্ডারসন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টের আগে ৮৬৮ রেটিং নিয়ে র‌্যাংকিং-এর দ্বিতীয় স্থানে ছিলেন অ্যান্ডারসন। সিরিজের তৃতীয় টেস্টে ৯ উইকেট নেন তিনি। আজ প্রকাশিত আইসিসি’র সর্বশেষ র‌্যাংকিং-এ নিজের অবস্থানকে শীর্ষে নিয়ে গেছেন অ্যান্ডারসন। বর্তমানে তার রেটিং ৮৯৬। এটি তার ক্যারিয়ার সেরা রেটিং। তার আগের ক্যারিয়ার সেরা রেটিং ছিলো ৮৮৪।

বোলিং র‌্যাংকিং-এ অ্যান্ডারসন শীর্ষে উঠে যাওয়ায়, দ্বিতীয় স্থানে নেমে গেছেন জাদেজা। তার রেটিং ৮৮৪। ৮৫২ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের অফ-স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।

আইসিসি বোলিং র‌্যাংকিং:
র‌্যাংকিং           খেলোয়াড়                      রেটিং
১           জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)       ৮৯৬
২           রবীন্দ্র জাদেজা (ভারত)             ৮৮৪
৩           রবীচন্দ্রন অশ্বিন (ভারত)          ৮৫২
৪           রঙ্গনা হেরাথ (শ্রীলংকা)             ৮০৯
৫           জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)       ৭৯৪
৬          কাগিসো রাবাদা (দ. আফ্রিকা)     ৭৮৫
৭          ডেল স্টেইন (দ. আফ্রিকা)           ৭৬৩
৮           নাথান লিঁও (অস্ট্রেলিয়া)           ৭৫২
৯          ভারনন ফিলান্ডার (দ.আফ্রিকা)    ৭৫১
১০        নিল ওয়াগনার (নিউজিল্যান্ড)      ৭৪৫

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!