• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জোবায়ের হত্যা মামলায় ৫ জনের ফাঁসি


আদালত প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০১৮, ০৩:৪৭ পিএম
জোবায়ের হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়ের হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৪ জানুয়ানি) বিকেল ৩টা ২০ মিনিটে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা শুরু করে।

রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নির্মল কুমার দাস এবং আসামি পক্ষে আইনজীবী রানা কাউসার আদালতে উপস্থিত আছেন।

ইংরেজি বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র জুবায়ের ২০১২ সালের ৮ জানুয়ারি ছাত্রলীগের কোন্দলে প্রতিপক্ষের হামলায় নিহত হন। জুবায়ের নিহত হওয়ার পর ছাত্র-শিক্ষকদের আন্দোলনের এক পর্যায়ে পদত্যাগে বাধ্য হন বিশ্ববিদ্যালয়ের ওই সময়কার উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির।

চলতি বছরের ২ জানুয়ারি থেকে মোট আট দিন শুনানি করে হাইকোর্ট। এরপর ৯ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!