• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টোকন ঠাকুরের ‘কাঁটা’র জন্য নতুন মুখ খুঁজছেন


বিনোদন প্রতিবেদক সেপ্টেম্বর ১৪, ২০১৭, ১২:৫৫ পিএম
টোকন ঠাকুরের ‘কাঁটা’র জন্য নতুন মুখ খুঁজছেন

ঢাকা: সরকারি অনুদানের ছবি ‘কাঁটা’র জন্য নতুন মুখ খুঁজছেন  কবি ও নির্মাতা টোকন ঠাকুর। শহীদুল জহিরের ‘কাঁটা’ গল্প অবলম্বনে ছবিটি নির্মিত হবে ২০১২-১৩ অর্থবছরের সরকারি অনুদান পাওয়া এ সিনেমাটির নির্মাণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি।

টোকন ঠাকুর জানিয়েছেন ‘কাঁটা’ সিনেমায় ১’শর  মতো চরিত্র রয়েছে। এসব চরিত্রে বেশিরভাগ নতুন মুখ দরকার বলে জানিয়েছেন টোকন ঠাকুর। ফেসবুকে এক স্ট্যাটাসে এ নির্মাতা নতুন মুখ নেওয়ার ঘোষণা দিয়ে লিখেছেন, ১৬ থেকে ১৮ বছর, ২২ থেকে ২৪ ও ২৫ থেকে ২৭ বছরের নারী মুখ প্রয়োজন।

একই সঙ্গে ২০-২৩ বছর, ২৬ থেকে ২৮ ও ৩০ থেকে ৩৫ বছর বয়সের পুরুষ অভিনেতারও প্রয়োজন। অডিশনে আগ্রহীদের ২২ সেপ্টেম্বরের মধ্যে ই-মেইলে ([email protected]) যোগাযোগের অনুরোধ করতে বলা হয়েছে।

টোকন ঠাকুর বলেন, ‘আমরা নতুন মুখের পাশাপাশি সিনেমা-মঞ্চ ও টেলিভিশনের কিছু অভিজ্ঞ শিল্পীকেও নিব।’ অডিশনের পর বাছাই করা শিল্পীদের পনেরো দিনের গ্রুমিং সেশন শেষে অক্টোবরেই নির্মাণ কাজ শুরু করবেন তিনি।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!