• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে গরু ব্যবসায়ী নিহত


ঠাকুরগাঁও প্রতিনিধি সেপ্টেম্বর ২৫, ২০১৭, ০৫:৩৬ পিএম
ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে গরু ব্যবসায়ী নিহত

ফাইল ফটো

ঠাকুরগাঁও: জেলার হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে বিএসএফ’র গুলিতে আব্দুর রাজ্জাক (২৪) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে ভারতের ফুলবাড়ি ১৭১ বিএসএফ ক্যাম্পের জওয়ানরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়।

আব্দুর রাজ্জাক বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ির সরকার বস্তির আব্দুস সোবাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে কয়েকজন ব্যবসায়ী গরু আনতে অবৈধভাবে ভারতে যান। এসময় বিএসএফ তাদের দেখতে পেলে তিন রাউন্ড গুলি ছোড়ে। এসয়য় গুলিবিদ্ধ হয়ে রাজ্জাক ঘটনাস্থলেই মারা যায়। অন্যরা পালিয়ে ফিরে আসে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খাদেমুল বাশার জানান, ভারতের অভ্যন্তরে বিএসএফ’র গুলিতে একজন মারা গেছে এটা নিশ্চিত। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি কিনা এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!