• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা ওয়াসাকে ব্যর্থ সংস্থা বললেন সাঈদ খোকন


বিশেষ প্রতিনিধি এপ্রিল ২৫, ২০১৭, ০৬:১৯ পিএম
ঢাকা ওয়াসাকে ব্যর্থ সংস্থা বললেন সাঈদ খোকন

ঢাকা: ওয়াসাকে ব্যর্থ সংস্থা বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ঢাকা উৎসবের উদ্বোধনকালে তিনি সংস্থাটির সমালোচনা করেন।

মেয়র বলেন, ‘বিগত পাঁচ দিনের টানা বর্ষণে ঢাকার বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তা নিরসনের দায়িত্ব ঢাকা ওয়াসার। কিন্তু বলতে বাধ্য হচ্ছি ঢাকা ওয়াসা আজ ব্যর্থ সংস্থায় পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘ঢাকা ওয়াসা হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে ব্যস্ত। কিন্তু এ জলাবদ্ধতা নিরসনে কি হাজার হাজার কোটি টাকার প্রয়োজন পড়ে? এতে তাদের মনোযোগ প্রয়োজন। তাদের কর্মকর্তা-কর্মচারীরা যদি একটু মনোযোগী হয় তাহলে এ জলাবদ্ধতা নিরসন সম্ভব। অথচ তাদের খুঁজে পাওয়া যায় না।’

মেযর অভিযোগ করেন, ‘সংস্থাটির কারণে নগরবাসীর দুর্ভোগ বাড়ছে। নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। খাল দখল হচ্ছে। দায় আসছে আমাদের ওপর।’

আন্তরিকভাবে ও সমন্বিত উদ্যোগ নিলে ঢাকা সিটির জলাবদ্ধতা ও পানি সরবরাহসহ বিভিন্ন সমস্যা সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেন মেয়র সাঈদ খোকন।

উৎসবের উদ্বোধনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাইকেল লেন নির্মাণের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘পর্যায়ক্রমে সব সড়কে এই সাইকেল লেন হবে।’

উৎসবের যৌথ আয়োজক ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
অন্যান্যদের মধ্যে ছিলেন ঢাবির শিক্ষক অধ্যাপক ড. মাহবুবা নাসরিন, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিল্লাল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!