• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা-মাওয়া মহাসড়কে চলছে পরিবহন ধর্মঘট


মুন্সীগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ০২:১৬ পিএম
ঢাকা-মাওয়া মহাসড়কে চলছে পরিবহন ধর্মঘট

মুন্সীগঞ্জ: দেশব্যাপী ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে ঢাকা-মাওয়া মহাসড়কেও। যানবাহন সংকটে প্রায় অচল হয়ে পড়েছে মহাসড়ক।

সড়ক দুর্ঘটনায় মিশুক মনির ও তারেক মাসুদসহ ৫ জন নিহতের মামলায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন ও ট্রাকচালক মীর হোসেন মিরুর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোর থেকে শুরু হয় এ ধর্মঘট।

ধর্মঘটের কারণে ভোর থেকে মাওয়া ঘাট থেকে দূরপাল্লার কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি।

বিআরটিসির ইনচার্জ নন্দ বাবু জানান, ভোর থেকেই মাওয়া ঘাট থেকে ঢাকাগামী কোন বাস ছেড়ে যায়নি। শ্রীনগরের বেজগাও এলাকায় ট্রাক, লেগুনা ভাঙচুরের ঘটনা ঘটেছে, তবে তা সাময়িক সময়ের জন্য। ইলিশ, গ্রেট বিক্রমপুর, মাওয়া, আরাম, গাংচিল, বিআরটিসি, ডিএম, প্রত্যাশা, স্বাধীনসহ আরও বাস চলাচল বন্ধ রয়েছে।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার জানান, মহাসড়কে বাস চলাচল নেই বললেই চলে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কে অবস্থান নিয়েছে পুলিশ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!