• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘তীব্র গরমেও মেয়েরা ম্যাচ জিতে মাঠ ছেড়েছে’


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ১৯, ২০১৮, ০৪:৫০ পিএম
‘তীব্র গরমেও মেয়েরা ম্যাচ জিতে মাঠ ছেড়েছে’

ছবি: বাফুফের সৌজন্যে

ঢাকা: ঋতু রাজ্যে শরৎ আসে অন্তহীন রূপের খেলা নিয়ে। কিন্তু দাবদাহ শরতের মিষ্টি রোদকে রীতিমত ম্লান করে দিয়েছে। বর্ষা বেলাতেই সূর্যের তেজ কমার কথা। কমলো না। তাই বলে শরতেও থাকবে! অসহনীয় গরমে অতীষ্ট জনজীবন। গরমের এই বাড়াবাড়িই যেন এবারে শরৎকে খানিকটা রূপহীন করে দিয়েছে। তবে তীব্র গরম দমাতে পারেনি বাংলার বাঘিনীদের। বাহরাইনের পর নেবাননের বিপক্ষেও বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশের কিশোরীরা।

এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইয়ে মারিয়া-শামসুন্নাহারদের এটি টানা দ্বিতীয় জয়। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে লেবাননকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। বাহরাইনের তুলনায় লেবানন খানিকটা শক্তিশালী। তাই কঠিন প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলেন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন।

ম্যাচ শেষে স্বাগতিক দলের কোচ বলেন, ‘তীব্র গরমের মধ্যে খেলতে হয়েছে মেয়েদের। ওদের নিয়ে আমি অনেকটা উদ্বিগ্ন ছিলাম। তবে মেয়েরা ভালোভাবেই ম্যাচ জিতে মাঠ ছেড়েছে। এতেই আমি খুশি। আমাদের জয় দরকার ছিলো। জিতেই আমরা শীর্ষে আছি। এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। যেন নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারি।’

এই ম্যাচে বেশ কয়েকটি গোল মিস হয়েছে। এ প্রসঙ্গে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘গোল মিস খেলারই অংশ। এটা এ মুহূর্তে বড় বিষয় নয়। তবে আমরা বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে কথা বলব, যাতে পরের ম্যাচে গোলের সুযোগ আরও বেশি কাজে লাগাতে পারি।’

বাংলাদেশ ফরোয়ার্ড তহুরা বলেন, ‘গোল পেয়ে ভালো লাগছে। সর্বোচ্চ দিয়ে খেলেছি। এই রোদের মধ্যে মাঠে এসে খেলা দেখা এবং আমাদের উৎসাহ দেওয়ায় দর্শকদের ধন্যবাদ।’

আরেক ফরোয়ার্ড সাজেদার বলেন, ‘দল জিতেছে, এতেই আমি খুশি। হ্যাটট্রিক করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। আসলে হ্যাটট্রিক হতে ভাগ্যও লাগে।’

গত সোমবার ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ১০-০ গোলে হারিয়েছে মারিয়া-শামসুন্নাহাররা। ২১ সেপ্টেম্বর মারিয়া মান্ডা-শামসুন্নাহারদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। আর ২৩ সেপ্টেম্বর শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে ভিয়েতনামের মেয়েদের বিপক্ষে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!