• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিল্লির বিপক্ষেও অনিশ্চিত সাকিব


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৭, ২০১৭, ০৭:১০ পিএম
দিল্লির বিপক্ষেও অনিশ্চিত সাকিব

ঢাকা: পয়েন্ট টেবিলের আবার শীর্ষে দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এখনও পর্যন্ত  আট ম্যাচ খেলে ৩০৫ রান করে অরেঞ্জ ক্যাপের মালিক তিনি। কিন্তু ব্যক্তিগত কৃতিত্বের কোনও মূল্য নেই গৌতম গম্ভীরের কাছে। কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শুনিয়ে দিলেন, সতীর্থদের কঠোর পরিশ্রমই এই সাফল্য দিচ্ছে।

রাইজিং পুণে সুপারজায়ান্টের বিরুদ্ধে সাত উইকেটে অসাধারণ জয়ের পর গম্ভীর বলেছেন, ‘আমি কিন্তু কোনও সময়েই ব্যক্তিগত সাফল্য নিয়ে মাথা ঘামাতে পছন্দ করি না। দলকে কতটা সাহায্য করতে পারছি, আমার কাছে তার মূল্য অনেক বেশি।’

গম্ভীর আরও বলেছেন, ‘দুর্দান্ত একটা দল পেয়েছি। প্রত্যেকে নিজের সেরা ক্রিকেট উপহার দিচ্ছে। আমি তাই যত বেশি রান তোলা সম্ভব, সেটা নিয়েই বেশি চিন্তা করতে চাই।’ যেভাবে বুধবার ম্যাচ শুরু করেছিল পুণে, তারপর স্টিভ স্মিথের দলকে ১৮২ রানের মধ্যে আটকে রাখার জন্য গম্ভীর কৃতিত্ব দিয়েছেন বোলারদের। তিনি বলেছেন, ‘আমাদের দলের তিন স্পিনার দারুণ বল করেছে। পাশাপাশি পরে ব্যাট করেও আমরা যে অনায়াসে রান তাড়া করে জিততে পারি, সেটাও প্রমাণ করে দিয়েছি। এটা আমার কাছে বড় প্রাপ্তি। এই জয় দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে বলেই আমার বিশ্বাস।’

শুক্রবার ইডেন গার্ডেন্সে প্রতিপক্ষ জহির খানের দিল্লি ডেয়ারডেভিলস। গম্ভীর বলেছেন, ‘টানা ম্যাচের ক্লান্তি কাটিয়েই ভাল খেলতে হবে। মনে হচ্ছে ফিট নাথান কোল্টার নাইলকে পেয়ে যাব।’ তার মানে এই ম্যাচেও বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেখা যাবে না।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!