• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দীর্ঘদিনের কারাবন্দি ৩ জনের জামিন


আদালত প্রতিবেদক ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ০৫:০৪ পিএম
দীর্ঘদিনের কারাবন্দি ৩ জনের জামিন

ঢাকা: দীর্ঘদিনেও মামলা নিষ্পত্তি না হওয়া তিনজনের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।

জামিনপ্রাপ্তরা হলেন- সাজু মিয়া, আসাদুল ওরফে আছা, ডানা মিয়া। সাজু মিয়া নরসিংদী জেলা কারাগারে ২০০৬ সাল থেকে আটক আছেন। আসাদুল ওরফে আছা সাতক্ষীরা জেলা কারাগারে ২০০৬ থেকে আটক আছেন। ডানা মিয়া সিলেট জেলা কারাগারে ২০০৬ থেকে আটক আছেন।

আদালতে এ সকল আসামিদের পক্ষে শুনানি করেন সু্প্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস।

পরে তিনি জানান, গত ১৪ ফেব্রুয়ারি দীর্ঘদিন ধরে বিচার নিষ্পত্তি না হওয়া আট বন্দিকে কেন জামিন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। তিনি জানান, ওই আটজনের মধ্যে অসিম হালদার এবং মো. জালাল মানসিকভাবে অসুস্থ। তাদের বিষয়ে আগামী ৬ মার্চ পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত। একইসঙ্গে এই দুইজনের অভিভাবকের সঙ্গে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড আফিসকে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন।

গত ১৪ ফেব্রুয়ারি সিলেটের অতিরিক্ত দায়রা জজ সাইফুল আলম বিল্লালের যাবজ্জীবন সাজা দিয়েছেন। এছাড়া গত ১৯ জানুয়ারি কিশোরগঞ্জ অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ তকদীর মিয়াকে জামিন দিয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!