• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই দিনের কর্মবিরতিতে ঝালকাঠি পৌরসভার কর্মচারীরা


ঝালকাঠি প্রতিনিধি জানুয়ারি ১৫, ২০১৮, ০৬:১৮ পিএম
দুই দিনের কর্মবিরতিতে ঝালকাঠি পৌরসভার কর্মচারীরা

ঝালকাঠি : জেলার পৌর কর্মচারীদের বেতন ভাতা ও পেনশনসহ অন্যান্য সকল সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে পাওয়ার দাবিতে দুই দিনের কর্মবিরতিতে নেমেছেন ঝালকাঠি পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৬টা থেকে কর্মবিরতির ফলে পৌর এলাকায় পানি সরবরাহ ছাড়া সকল পৌর সেবা বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মসূচি চলবে বলে সংগঠনের নেতারা জানান।

কর্মবিরতিকালীন সোমবার সকালে ঝালকাঠি পৌর চত্বরে কর্মকর্তা-কর্মচারীরা এক সমাবেশের আয়োজন করে। ঝালকাঠি পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন সুলতানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, বরিশাল বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঝালকাঠি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী কাজী মহসিন রেজা, প্রশাসনিক কর্মকর্তা মো. আরিফ হোসেন প্রমুখ। এ দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি করেন বক্তারা।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!