• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেখে নিন দেশের সব বাজেট


নিজস্ব প্রতিবেদক জুন ৭, ২০১৮, ০১:৩৪ পিএম
দেখে নিন দেশের সব বাজেট

ঢাকা: ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন শুরু করেন তিনি।

দেশের ইতিহাসে ৪৭তম এ বাজেটের আকার ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। এটি দেশের ৪৭তম বাজেট আর আওয়ামী লীগ সরকারের ১৮তম এবং মুহিতের দ্বাদশ বাজেট প্রস্তাব। ভোটের বছরে সবার জন সুখব থাকছে এবারের বাজেটে-এমন ঘোষণা দিয়েছে অর্থমন্ত্রী মুহিত।

এবার বাজেটের আকার হচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। কিন্তু কেমন আকার ছিল বাংলাদেশ জন্মের পরের বাজেটগুলো? ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর প্রথম ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেট পেশ করা হয়। প্রথম বাজেট থেকে ধারাবাহিকভাবে বাজেট প্রস্তাব তুলে ধরা হলো-

অর্থবছর             অর্থমন্ত্রীর নাম                  বাজেটের আকার           বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)
১৯৭২-৭৩          তাজউদ্দিন আহমেদ             ৭৮৬ কোটি টাকা               ৫০১ কোটি টাকা
১৯৭৩-৭৪          তাজউদ্দিন আহমেদ             ৯৯৫ কোটি টাকা               ৫২৫ কোটি টাকা
১৯৭৪-৭৫          তাজউদ্দিন আহমেদ            ১০৮৪ কোটি টাকা              ৫২৫ কোটি টাকা
১৯৭৫-৭৬          ড. আজিজুর রহমান            ১৫৪৯ কোটি টাকা              ৯৫০ কোটি টাকা
১৯৭৬-৭৭          মেজর জে. জিয়াউর রহমান   ১৯৮৯ কোটি টাকা              ১২২২ কোটি টাকা
১৯৭৭-৭৮          মেজর জে. জিয়াউর রহমান   ২১৮৪ কোটি টাকা              ১২৭৮ কোটি টাকা
১৯৭৮-৭৯           প্রেসিডেন্ট জিয়া রহমান       ২৪৯৯ কোটি টাকা              ১৪৪৬ কোটি টাকা
১৯৭৯-৮০          এম.এন. হুদা                   ৩৩১৭ কোটি টাকা               ২১২৩ কোটি টাকা
১৯৮০-৮১          এম. সাইফুর রহমান           ৪১০৮ কোটি টাকা               ২৭০০ কোটি টাকা
১৯৮১-৮২          এম. সাইফুর রহমান           ৪৬৭৭ কোটি টাকা               ৩০১৫ কোটি টাকা
১৯৮২-৮৩          এ.এম.এ. মুহিত               ৪৭৩৮ কোটি টাকা               ২৭০০ কোটি টাকা
১৯৮৩-৮৪          এ.এম.এ. মুহিত               ৫৮৯৬ কোটি, টাকা              ৩৪৮৩ কোটি টাকা
১৯৮৪-৮৫          এম. সাইদুজ্জামান             ৬৬৯৯ কোটি টাকা              ৩৮৯৬ কোটি টাকা
১৯৮৫-৮৬          এম. সাইদুজ্জামান             ৭১৩৮ কোটি, টাকা              ৩৮২৫ কোটি টাকা
১৯৮৬-৮৭          এম. সাইদুজ্জামান             ৮৫০৪ কোটি টাকা              ৪৭৬৪ কোটি টাকা
১৯৮৭-৮৮          এম. সাইদুজ্জামান             ৮৫২৭ কোটি টাকা              ৫০৪৬ কোটি টাকা
১৯৮৮-৮৯          মেজর জেনারেল মুনিম       ১০৫৬৫ কোটি টাকা             ৫৩১৫ কোটি টাকা
১৯৮৯-৯০          ড. ওয়াহিদুল হক              ১২৭০৩ কোটি টাকা             ৫৮০৩ কোটি টাকা
১৯৯০-৯১          মেজর জেনারেল মুনিম        ১২৯৬০ কোটি টাকা             ৫৬৬৮ কোটি টাকা
১৯৯১-৯২ ‌‌         এম. সাইফুর রহমান          ১৫৫৮৪ কোটি টাকা             ৭৫০০ কোটি টাকা
১৯৯২-৯৩          এম. সাইফুর রহমান          ১৭৬০৭ কোটি টাকা             ৯০৫৭ কোটি টাকা
১৯৯৩-৯৪          এম. সাইফুর রহমান          ১৯০৫০ কোটি টাকা              ৯৭৫০ কোটি টাকা
১৯৯৪-৯৫          এম. সাইফুর রহমান          ২০৯৪৮ কোটি টাকা              ১১০০০ কোট টাকা
১৯৯৫-৯৬          এম. সাইফুর রহমান          ২৩১৭০ কোটি টাকা              ১২১০০ কোটি টাকা
১৯৯৬-৯৭          এস.এ.এম.এস. কিবরিয়া    ২৪৬০৩ কোটি টাকা              ১২৫০০ কোটি টাকা
১৯৯৭-৯৮          এস.এ.এম.এস. কিবরিয়া    ২৭৭৮৬ কোটি টাকা              ১২৮০০ কোটি টাকা
১৯৯৮-৯৯          এস.এ.এম.এস. কিবরিয়া    ২৯৫৩৭ কোটি টাকা              ১৩৬০০ কোটি টাকা
১৯৯৯-২০০০      এস.এ.এম.এস. কিবরিয়া    ৩৪২৫২ কোটি টাকা              ১২৪৭৭ কোটি টাকা
২০০০-০১          এস.এ.এম.এস. কিবরিয়া    ৩৮৫২৪ কোটি টাকা             ১৭৫০০ কোটি টাকা
২০০১-০২          এস.এ.এম.এস. কিবরিয়া    ৪২৩০৬ কোটি টাকা             ১৯০০০ কোটি টাকা
২০০২-০৩         এম. সাইফুর রহমান           ৪৪৮৫৪ কোটি টাকা             ১৯২০০ কোটি টাকা
২০০৩-০৪         এম. সাইফুর রহমান           ৫১৯৮০ কোটি টাকা             ২০৩০০ কোটি টাকা
২০০৪-০৫         এম. সাইফুর রহমান           ৫৭২৪৮ কোটি টাকা             ২২০০০ কোটি টাকা
২০০৫-০৬         এম. সাইফুর রহমান           ৬১০৫৪ কোটি টাকা             ২৩৬২৬ কোটি টাকা
২০০৬-০৭         এম. সাইফুর রহমান           ৬৯৭৪০ কোটি টাকা             ২৬০০০ কোটি টাকা
২০০৭-০৮         মির্জা আজিজুল ইসলাম        ৯৯৯৬২ কোটি টাকা             ২৫৬০০ কোটি টাকা
২০০৮-০৯         মির্জা আজিজুল ইসলাম        ৯৯৯৬২ কোটি টাকা             ২৫৪০০ কোটি টাকা
২০০৯-১০          এ.এম.এ. মুহিত               ১১৩৮১৫ কোটি টাকা            ২৮৫০০ কোটি টাকা
২০১০-১১          এ.এম.এ. মুহিত               ১৩২১৭০ কোটি টাকা            ৩৫১৩০ কোটি টাকা
২০১১-১২          এ.এম.এ. মুহিত               ১৬১২১৪ কোটি টাকা            ৪১০৮০ কোটি টাকা
২০১২-১৩          এ.এম.এ. মুহিত               ১৯১৭৩৮ কোটি টাকা            ৫২৩৬৬ কোটি টাকা
২০১৩-১৪          এ.এম.এ. মুহিত               ২২২৪৯১ কোটি টাকা           ৬০০০০ কোটি টাকা
২০১৪-১৫          এ.এম.এ. মুহিত               ২৫০৫৬০ কোটি টাকা          ৭৫০০০ কোটি টাকা
২০১৫-১৬          এ.এম.এ. মুহিত               ২৯৫০০০ কোটি  টাকা         ৯৭০০০ কোটি টাকা
২০১৬-১৭          এ.এম.এ. মুহিত               ৩৪০৬০৫ কোটি টাকা          ১১০৭০০ কোটি টাকা
২০১৭-১৮          এ.এম.এ. মুহিত               ৪০০,২৬৬ কোটি টাকা         ১৫৩৩৩১ কোটি টাকা
২০১৮-১৯          এ.এম.এ. মুহিত               ৪৬৮০০০ কোটি টাকা          ১৮০৮৬৯ কোটি টাকা (সম্ভাব্য)


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!