• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাইজেরিয়ায় নারী আত্মঘাতীর হামলায় নিহত ২৭


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৬, ২০১৭, ১১:১৭ এএম
নাইজেরিয়ায় নারী আত্মঘাতীর হামলায় নিহত ২৭

ঢাকা: নাইজেরিয়ায় উত্তর-পূর্বাঞ্চলের একটি শহরে তিন নারী আত্মঘাতীর বোমা হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। এতে আরও ডজন খানিক মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার উত্তর-পূর্বাঞ্চলের বর্নো রাজ্যের মাইদুগুরি শহরে একটি শরণার্থী শিবিরের কাছে এই হামলার ঘটনা ঘটে। তিন নারী আত্মঘাতী এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

ওই এলাকায় জঙ্গি গোষ্ঠী বোকো হারামের অবস্থান শক্তিশালী হওয়ায় ধারণা করা হচ্ছে হামলাকারী নারীরা বোকো হারামের আত্মঘাতী সদস্য।

জঙ্গি প্রতিরোধে গঠিত স্থানীয় স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্য বাবা কুরা জানান, প্রথমে এক নারী শিবিরের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন তাদের দোকানপাট বন্ধ করতে শুরু করে।

এ সময় অপর দুই নারী পর পর দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। দুটি বিস্ফোরণেরই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে বলে জানান বাবু কুরা।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!