• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নান্নার বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শিক্ষক হাসপাতালে!


সিরাজগঞ্জ প্রতিনিধি আগস্ট ১৪, ২০১৮, ০৬:৩১ পিএম
নান্নার বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শিক্ষক হাসপাতালে!

প্রতীকী ছবি

ঢাকা: স্কাউটের ওরিয়েন্টেশন প্রোগ্রামে হাজী নান্নার বিরিয়ানি খেয়ে জেলার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিআই) অর্ধশতাধিক শিক্ষক অসুস্থ্ হয়ে পড়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) বিকেলে জেলা পিটিআই সুপারিনটেনডেন্ট আব্দুল কুদ্দুছ জানান, সোমবার (১৩ আগস্ট) জেলা স্কাউটের আয়োজনে একটি ওরিয়েনটেশন প্রোগ্রাম চলছিল। দিনব্যাপী এই প্রোগ্রামে ১৯০ জন শিক্ষকসহ মোট ২২২ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দুপুরের খাবার হিসেবে হাজী নান্নার বিরিয়ানি দেয়া হয়েছিল। খাওয়ার পর থেকেই প্রায় কিছু শিক্ষক অসুস্থ্ হয়ে পড়ে।

সোমবার (১৩ আগস্ট) তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়। এদিকে মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরেও বিরিয়ানি খেয়ে বেশ কিছু শিক্ষক অসুস্থ হয়ে পড়লে তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারপ্রাপ্ত সুপার ও অসুস্থ প্রশিক্ষণার্থীরা জানান, ওরিয়েন্টেশনে বাজেটের টাকা বাঁচিয়ে হাজী নান্নার নিম্নমানের বিরিয়ানি দেয়া হয়েছিল। এ কারণেই শিক্ষকরা অসুস্থ হয়ে পড়েছে।

সিরাজগঞ্জ জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ২২২ জন ওই খাবার খেয়েছিলেন। তাদের মধ্যে প্রায় ৬৫/৭০ জন ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে পড়েছে। বিষয়টি জানার পর ওই হোটেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।

এ বিষয়ে জেলা স্কাউটের সম্পাদক ছানোয়ার হোসেন জানান, আমরা প্রায় অনুষ্ঠানেই নান্না বিরিয়ানি থেকে খাবার সরবরাহ করি। এ ধরনের সমস্যা এর আগে হয়নি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!