• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাব্যতা সংকটে শিমুলিয়া কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল ব্যহত


মুন্সীগঞ্জ প্রতিনিধি আগস্ট ২২, ২০১৬, ১২:৪৮ পিএম
নাব্যতা সংকটে শিমুলিয়া কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল ব্যহত

শিমুলিয়া কাওরাকান্দি নৌ রুটের মুন্সীগঞ্জের লৌহজং পদ্মা নদীর লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। সোমবার সকাল থেকে কাওরাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ৬টি ফেরি মধ্যে ৫ টি ফেরি লৌহজং টার্নিং থেকে ফেরত আসে। ফেরত আসা ফেরিগুলো মদ্ধে রো-রো ফেরি সংখ্যা বেশি ।  

শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চ্যানেলে হঠাৎ করেই পানি কমে গেছে। তাছাড়া একই সময়ে ড্রেজিং চলছে, তাই ফেরি চলাচল ব্যহত হচ্ছে। ফেরি চলাচল ব্যহত হওয়ায় পারাপারে জন্য গাড়ির চাপ বাড়তে শুরু করেছে। পানির গভীরতা ৭ ফুট দরকার এখন নৌ-চ্যানেলে অনেক পয়েন্টে ৬ ফুটের কম রয়েছে। তাই সকাল থেকে রো রো ফেরি ফেরত আসে। শুধু  ফ্ল্যাট বা ছোট ফেরি  চলাচল করছে ।

এদিকে ফেরি চলাচল ব্যহত হওয়ার দুর্ভোগে পরেছেন যাত্রীরা। প্রায় ৪ শতাধিক যানবাহন রয়েছে পারাপারের অপেক্ষায়। গতকাল ঝড়ের কারনে বিকাল ৫ টা খেকে ফেরিসহ সকল নৌ-যান বন্ধ ছিল ।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!