• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘নির্বাচনের পর জনপ্রতিনিধিরা বঙ্গের লাট হয়ে যান’


জেলা প্রতিনিধি মার্চ ১৫, ২০১৭, ০১:৪১ এএম
‘নির্বাচনের পর জনপ্রতিনিধিরা বঙ্গের লাট হয়ে যান’

কিশোরগঞ্জ: জনপ্রতিনিধিদের সততার সঙ্গে চলার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বলেছেন, ‘পয়সা খরচ করে নির্বাচনে পাস করাও ঠিক নয়; আবার পাস করার পর পয়সার বিনিময়ে কাজ করে দেয়াও ঠিক নয়।’

রাষ্ট্রপতি আরো বলেন, ‘আমাদের জনপ্রতিনিধিদের নির্বাচনের আগে যে আচরণ থাকে, নির্বাচনে পাস করার পরে আর সে রকম থাকে না। আচরণ দেখে মনে হয় একেকজন বঙ্গের লাট হয়ে গেছে।’

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে কিশোরগঞ্জের অষ্টগ্রামের ডাকবাংলোর মাঠে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

জনপ্রতিনিধিদের সব সময় এক আচরণে থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘এভাবে যদি জনপ্রতিনিধিত্ব করি, তাহলে দেশ আরও নিচে যাবে। এ জন্য সৎ মানুষ দেখে ভোট দেবেন।’ বিড়ি-সিগারেট নিয়ে জনপ্রতিনিধি না বানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতির বক্তব্যে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তাদের ব্যাপারে প্রায়ই শোনা যায় দুর্নীতিবাজ। দুর্নীতি করে ঘুষ খায়। আবার এমনও শোনা যায় যে তিনি ঘুষ খান না। তখন অন্যরা বলে যে কত অইলে খাইব। এ ধরনের কথাবার্তাও শোনা যায়। তাই জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে সরকারি কর্মকর্তারা ঘুষ খেতে সাহস পাবেন না।’

সমাবেশে রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রেজওয়ান আহাম্মদ তৌফিক সভাপতিত্ব করেন। বক্তব্য দেন- অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারী, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ মো. সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ মো. আফজাল হোসেন প্রমুখ।

এর আগে কিশোরগঞ্জের চার দিনের সফরের তৃতীয় দিনে বেলা একটার দিকে রাষ্ট্রপতির ডাকবাংলোর হ্যালিপেড মাঠে নামেন। বেলা দেড়টার দিকে রজতজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজে বক্তব্য দেন।

সোনালীনিউজডটকম/এন

Wordbridge School
Link copied!