• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিয়োগ পরীক্ষায় প্রক্সি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২০, ২০১৭, ০৯:৪০ পিএম
নিয়োগ পরীক্ষায় প্রক্সি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক

ঢাকা: শুল্ক গোয়েন্দা নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আটক হয়েছেন। শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আটক দুই শিক্ষার্থী হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিষয়ে এমবিএ অধ্যয়নরত মো. শাহ জালাল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র উত্তম কুমার রায়।

আটক উত্তম কুমার রায় জানান, প্রকৃত পরীক্ষার্থী আবু সালেহ মো. রায়হানের স্থলে তিনি পরীক্ষা দিতে আসেন। তিনি ৮ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়ে অন্যের প্রক্সি দিতে এসেছিলেন তিনি। এছাড়া মো. শাহ জালাল জানান, আইন উদ্দিনের স্থলে তিনি পরীক্ষা দিতে আসেন। তিনি আরও বলেন, হলের সিনিয়র ভাইয়ের চাপে বাধ্য হয়ে প্রক্সি দিতে এসেছেন।

শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২০ জানুয়ারি) সিপাই পদে নিয়োগ পরীক্ষা ছিল। পরীক্ষা হলে তাদের সন্দেহবশত চ্যালেঞ্জ করলে তারা নিজেদের ভূয়া পরীক্ষার্থী হিসেবে স্বীকার করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!