• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে জেএমবি সদস্য গ্রেপ্তার


নীলফামারী প্রতিনিধি মে ২৮, ২০১৭, ০৮:৪৮ পিএম
নীলফামারীতে জেএমবি সদস্য গ্রেপ্তার

নীলফামারী: নীলফামারীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির শাহিন ইসলাম (৩৮) নামে এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২৮ মে) বিকেলে র‌্যাব-১৩ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

শাহিন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের শ্বাসকান্দর গ্রামের আফসার উদ্দিনের ছেলে।  

র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ (সিপিসি-২) ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহিন নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শাহিনের বিরুদ্ধে সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে  পলাতক ছিলেন তিনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

সোনালীনিউজ/ঢাকা/এমএই্চএম 

Wordbridge School
Link copied!