• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেপাল যাচ্ছে বাংলাদেশ ভলিবল দল


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ২৬, ২০১৭, ০৫:৫৬ পিএম
নেপাল যাচ্ছে বাংলাদেশ ভলিবল দল

ঢাকা: সম্প্রতি ভলিবলকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেছে নেপালের সরকার। সরকারের এ সিদ্ধান্তকে ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে নেপাল ভলিবল অ্যাসোসিয়েশন। তিনটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ২৭-৩১ আগষ্ট নেপালের ললিতপুর আর্মি ফিজিক্যাল সেন্টারে দুই দলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ২১ সদস্যের দল ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভলিবল কোচ আলীপৌর আরোজী। আগামী ২৭ আগষ্ট নেপালের উদ্দেশে দেশ ছাড়ছে লাল সবুজের ভলিবল দল।

প্রীতি ম্যাচ হলেও এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। কারণ বঙ্গবন্ধু সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বাংলাদেশ। নেপাল সফরের জন্য বেশ কিছু দিন ধরে অনুশীলন করেছে দল।

দেশ ছাড়ার আগের দিন শনিবার (২৬ আগস্ট) বাংলাদেশ অলিম্পিক ভবনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় নেপাল সফরে দলের পৃষ্ঠপোষক হিসেবে তমা গ্রুপের নাম ঘোষণা করা হয়। উন্মোচন করা হয় লাল সবুজ দলের জার্সি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান তমা গ্রুপে চেয়ারম্যান এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান ভুইয়া, ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ম-সম্পাদক ফজলে রাব্বি বাবুল, মো. আজিজুর রহমান, কোষাধ্যক্ষ অসিম সাহাসহ ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ। জাতীয় ভলিবল দলের ম্যানেজার মো. জহিরুল ইসলাম, প্রধান প্রশিক্ষক আলী-পোর-আরোজী (ইরান), জাতীয় ভলিবল দলের খেলোয়াড়রা এসময় উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!