• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে ইউনিসই প্রথম


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৪, ২০১৭, ১০:৫১ এএম
পাকিস্তানে ইউনিসই প্রথম

ঢাকা: পাকিস্তানে অনেক রথি-মহারথি ক্রিকেটার রয়েছেন। রেকর্ড বইয়ে তাদের অনেক রেকর্ডও রয়েছে। একটা জিনিস  নেই কোন পাকিস্তানির।  টেস্ট ক্রিকেটে দশ হাজার রান। সেই  হাহাকার পাকিস্তানের এতদিন যাবৎ ছিল। এটিও এবার দুর হল। পাকিস্তানের হয়ে প্রথম দশ হাজারি ক্লাবে ঢুকে পড়লেন বর্ষিয়ান ইউনিস খান। কিংস্টন টেস্টে চা বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজকে সুইপ করেই মাইলফলকটা ছুঁয়ে ফেলেন তিনি।

ইউনিসের অনন্য এক অর্জনের দিনে প্রথম ইনিংসে তৃতীয় দিন শেষে পাকিস্তানও বেশ ভালো জায়গায় পৌঁছেছে। চার উইকেটে পাকিস্তানের স্কোর ২০১। তারা এখনও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থেকে ৮৫ রানে পিছিয়ে রয়েছে। ফিফটি করার পর আউট হন ইউনিস ৫৮ রানে। এই রান তিনি করেন ১৩৮ বলে পাঁচ চার আর এক ছক্কায়। পাশপাশি বাবর আজম ২০১ বলে করেন ৭২ রান। অধিনায়ক মিসবাহ-উল-হক ও আসাদ শফিক দুজনই পাঁচ রান করে ক্রিজে রয়েছেন।

ক্যারিয়ারে ২০৮তম ইনিংসে ১০ হাজার রানে পৌঁছলেন ৩৯ বছর বয়সী ইউনিস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন, বিদায়বেলায় এ এক অনন্য অর্জন হয়ে থাকল ইউনিসের জন্য। ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে আবুধাবিতে জাভেদ মিয়াঁদাদের ৮ হাজার ৮৩২ রান পেরিয়েই টেস্টে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রানটা নিজের করে নিয়েছিলেন তিনি।

টেস্ট ক্রিকেটে এখনও অবধি দশ হাজার রান করেছেন ১৩ জন ব্যাটসম্যান। ইউনিস সেই তালিকায় সবার শেষে অর্থাৎ ১৩ তম। ২১২তম ইনিংসে, ১৯৮৭ সালে টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান ছুঁয়েছিলেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার।

১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই অনন্য অর্জনে নাম লিখিয়েছিলেন। তারপর এই দলে নাম লেখান আরও ১০ ক্রিকেটার। এরা হলেন, স্টিভ ওয়াহ, ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং, শিবনারায়ণ চন্দরপাল, জ্যাক ক্যালিস, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও অ্যালিস্টার কুক।

সোনালীনিউজ/এমটিআই/আরআইবি

Wordbridge School
Link copied!