• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঞ্জাব লজ্জায় প্লে-অফের আশা শেষ দিল্লির


ক্রীড়া ডেস্ক এপ্রিল ৩০, ২০১৭, ১০:০৪ পিএম
পাঞ্জাব লজ্জায় প্লে-অফের আশা শেষ দিল্লির

ঢাকা: বলিউড ললনা প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হেরে কার্যত আইপিএলের প্লে-অফে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল দিল্লি ডেয়ারডেভিলসের। রোববার (৩০ এপ্রিল) মোহালিতে টস হেরে ব্যাট করতে নামে জহির খানের দল। কিন্তু কিংসদের বোলিং তোপের সামনে মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় দিল্লি। আইপিএলের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সঙ্গে যুগ্মভাবে তৃতীয় সর্বনিম্ন স্কোর গড়ার নজির গড়ল দলটি।

এই মৌসুমে টুর্নামেন্টের সর্বনিম্ন স্কোর করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ইডেন গার্ডেন্সে কেকেআরের ১৩১ রানের জবাবে তারা ৪৯ রানে গুটিয়ে গিয়েছিল। দ্বিতীয় সর্বনিম্ন স্কোর রয়েছে রাজস্থান রয়্যালসের। তারা কেপটাউনে আরসিবির বিরুদ্ধে ৫৮ রান করেছিল। ২০০৮ সালে কেকেআর মুম্বাইয়ের বিরুদ্ধে ৬৭ রান করেছিল।

এদিন কেকেআরের মত ৬৭ রানই করল দিল্লি। দলের সর্বোচ্চ রান এসেছে কোরি অ্যান্ডারসনের ব্যাট থেকে। ১৮ রান করেছেন তিনি৷পাঞ্জাবের হয়ে দুর্দান্ত বল করলেন ম্যাচের সেরা সন্দীপ শর্মা। ২০ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে আট ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছে পাঞ্জাব। দুই ওপেনার মার্টিল গাপটিল (২৭ বলে ৫০, ছ’টি চার ও তিনটি ছয়) ও হাশিম আমলার (২০ বলে ১৬) অপরাজিত ইনিংসই পঞ্জাবকে জিতিয়ে দিয়েছে। প্লে-অফে যাওয়ার আশা পাঞ্জাবেরও ক্ষীণ হয়ে এসেছিল। এই জয়ে দলটি বাড়তি অক্সিজেন পেল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!