• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
স্বাধীনতা কাপ কাবাডি

ফাইনালে নৌবাহিনী ও বিজিবি


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২৬, ২০১৭, ০৯:২৬ পিএম
ফাইনালে নৌবাহিনী ও বিজিবি

ঢাকা: ‘সারা দেশে কাবাডিকে ছড়িয়ে দেয়া এবং ঐতিহ্যবাহী এ খেলার হারানো জৌলুস ফিরিয়ে আনার লক্ষ্যে জাতীয় পর্যায়ে চলছে বসুন্ধরা গ্রুপ স্বাধীনতা কাপ কাবাডি প্রতিযোগিতা। বুধবার (২৬ এপ্রিল) মিরপুর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দুটি সেমিফাইনালে জিতে ফাইনালে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ।

এদিন প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে এবং দ্বিতীয় সেমিফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশ পুলিশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

বাংলাদেশ নৌবাহিনী ১০ পয়েন্টের ব্যবধানে সেনাবাহিনীকে পরাজিত করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে নৌবাহিনী প্রথমার্ধে ১৫-১০ পয়েন্টে পিছিয়ে থাকার পরেও শেষ পর্যন্ত সেনাবাহিনীর ২৬ পয়েন্টের জবাবে ৩৬ পয়েন্ট স্কোর করে জয়লাভ করে। ম্যাচসেরা নির্বাচিত হন নৌবাহিনীর তুহিন।   

পরের ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ ১৪ পয়েন্টের ব্যবধানে (২৯-১৫) বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। বিজিবি প্রথমার্ধে ১০ পয়েন্টের ব্যবধানে (১৫-৫) এগিয়ে ছিল। ম্যাচসেরা নির্বাচিত হন বিজিবির জাকির হোসেন।  

বৃহস্পতিবার বিকাল ৬টায় অনুষ্ঠিতব্য ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ। ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। কামাল আহম্মেদ মজুমদার এমপি, আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এমপি, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভির ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতিও আইজিপি এ কে এম শহীদুল হক এ সময় উপস্থিত থাকবেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!