• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সামনে কাঁপছে নামিবিয়া


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৩, ২০১৮, ১১:০৯ এএম
বাংলাদেশের সামনে কাঁপছে নামিবিয়া

ঢাকা: নিউজিল্যান্ডে শুরু হয়ে গেল  ছোটদের বড় বিশ্বকাপ। শনিবার পর্দা উঠেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের। প্রথম  ম্যাচেই বাংলাদেশ মোকাবেলা করছে অপেক্ষাকৃত দূর্বল দল নামিবিয়ার। টস হেরে আগে ব্যাট করে অধিনায়ক সাইফ হাসান ও ওপেনার মোহাম্মদ নাইমের জোড়া ফিফটিতে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে তুলেছে ১৯০ রান।

এ প্রতিবেদন লেখার সময় ৩৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে কাঁপছে নামিবয়া। ১৪ রানে ২ উইকেট নিয়েছেন কাজি অনিক।

বাংলাদেশকে দারুন শুরু করে দিয়ে যান দু’ওপেনার পিনাক ও মোহাম্মদ নাইম। দু’জনে মিলে তোলেন ৩৩ রান। পিনাক ২৬ করে ফিরলেও ঠিকই ফিফটি তুলে নিয়েছেন নাইম। অধিনায়ক সাইফের সঙ্গে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৯৭ রান। ১৩০ রানের সময় ব্যক্তিগত ৬০ রান করেন ফেরেন নাইম। ৪৩ বলে আট চার আর এক ছক্কায় তিনি এই রান করেন।

 সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও পারেননি সাইফ। কারণ ততক্ষণে ওভার শেষ হয়ে গিয়েছিল। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে সাইফের ব্যাট থেকে এসেছে ৮৪ রান। ৪৮ বলে তিন চার আর পাঁচ ছক্কায় তিনি এই রান করেন।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!