• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাবা-ছেলের হাডুডু খেলা!


মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি জুলাই ২৮, ২০১৮, ০২:১৬ পিএম
বাবা-ছেলের হাডুডু খেলা!

ঝালকাঠি: পুত্রের কাছে কোন মতেই হার মানতে নারাজ পিতা। পুত্রকে বুঝিয়ে দিতে হবে পুত্রের কাছে পিতার সম্মানই বড় সম্মান। পিতা পুত্রের কাছে বড়, সে সম্মান পাওয়ার যোগ্য। তাই যে কোন মূল্যে পুত্রকে হারাতে মরিয়া পিতা। অবশেষে পুত্রকে হারিয়ে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়েছেন পিতা আবদুল হাই।

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি হাডুডু খেলার আয়োজন করেন স্থানীয় খেলা প্রেমিরা। শুক্রবার (২৭ জুলাই) বিকেল ৫ টায় জমাদ্দার হাটে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে খেলাটি দেখতে শত শত লোক মাঠে আসেন।

রেফারির বাঁশি বেজে ওঠার সাথে সাথেই মানুষের মাঝে অনন্দের হৈ হুল্লর শুরু হয়। আর সবার মনে প্রশ্ন একটাই কার জয় হবে, পিতা নাকি পুত্রের? আর এত কিছুর কারন একটাই বিবাহিত দলের নেতৃত্ব ছিলেন পিতা আবদুল হাই আর অবিবাহিত দলের নেতৃত্বে ছিলেন সে আর কেউ নয় নিজেরই ঔরষজাত পুত্র মিঠু।

টান টান উত্তেজনার মধ্যে দিয়ে পুত্রকে হারিয়ে জয় নিয়েই মাঠ ছাড়েন পিতা। খেলা শেষে উভয় দলকেই পুরুস্কৃত করা হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!