• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্রামে কোহলি-ধোনি, ভারতের নেতৃত্বে রোহিত


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২৪, ২০১৮, ০৫:৪৬ পিএম
বিশ্রামে কোহলি-ধোনি, ভারতের নেতৃত্বে রোহিত

ফাইল ছবি

ঢাকা: দক্ষিণ আফ্রিকা সফরের ঠিক পুর্ব মুহুর্তে ইতালির তাসকিন প্রদেশের বর্গো ফিনোচ্চিয়েতোর বিলাসবহুল রিসোর্টে বিয়ে করেন বিরাট কোহলি। এরপর দুটি রিসেপশন সেরেই নববধূ আনুশকা শর্মাকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিমানে উঠেন বিরুশকা জুটি। সেই থেকে ব্যাস্ত্য সময় পার করছেন কোহলি। এরপরই গুঞ্জন উঠেছিল টানা খেলার ধকল কাটাতে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে নাও খেলতে পারেন ভারত অধিনায়ক। টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী সেটিই সত্যি হতে যাচ্ছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য নিদাহাস ট্রফিতে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, ভুবনেশ্বর কুমার, জাসপ্রীত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ওপেনার রোহিত শর্মা। এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা। তার নেতৃত্বে ওই সিরিজে দুটি ম্যাচ জেতে ভারত, হারে একটিতে।

একাধিক নতুন মুখের অভিষেকও ঘটতে পারে বলে আভাস দিয়েছে বিসিসিআই। রোববার কয়েকজনের নাম ঘোষণা করা হতে পারে। ধোনি বিশ্রাম পেলে তাঁর জায়গায় দিল্লির উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিষভ পান্ডের খেলা মোটামুটি নিশ্চিত। চলতি বিজয় হাজারে টুর্নামেন্টে প্রধান নির্বাচক এম এস কে প্রসাদ নাকি এ নিয়ে তাঁর সঙ্গে কথাও বলেছেন।

স্বাধীনতার ৭০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘নিদাহাস ট্রফি ২০১৮’ শিরোনামে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের অপর দুই দল বাংলাদেশ ও ভারত। শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে এ আসর। গ্রুপপর্বে প্রতিটি দল একে-অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ৬ মার্চ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা আর ভারত। আগামী ৮ মার্চ বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের।

কোহলি-ধোনির অনুপস্থিতিতে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দলের যে কিছুটা সুবিধা হবে, সে কথা বলাই বাহুল্য। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারেনি বাংলাদেশ। এখন শ্রীলঙ্কার মাটিতে কী ঘটে, সেটাই দেখার বিষয়।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!