• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারত-শ্রীলঙ্কা সিরিজ ৪-১ দেখছেন গাভাস্কার


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৯, ২০১৭, ০১:১১ পিএম
ভারত-শ্রীলঙ্কা সিরিজ ৪-১ দেখছেন গাভাস্কার

ঢাকা: তিন টেস্টের সিরিজে শ্রীলঙ্কা কোমর সোজা করেই দাঁড়াতে পারেনি। ন্যূনতম প্রতিরোধ গড়তে না পারা লঙ্কানদের হোয়াইটওয়াশের লজ্জায় মাখামাখি হতে হয়েছে। রোববার থেকে ডাম্বুলায় শুরু হতে যাচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কার সামনে সুযোগ রয়েছে ওয়ানডে সিরিজটা নিজেদের করে নিয়ে টেস্ট সিরিজের ব্যর্থতা মুছিয়ে দেওয়ার।

কিন্তু ভারতের কিংবদন্তি সুনিল গাভাস্কারের শুনলে লঙ্কানদের মন খারাপ হওয়ারই কথা। তিনি যে সিরিজে দ্বীপদেশটির কোনও সম্ভাবনাই দেখছেন না। গাভাস্কারের দাবী, বড়জোর শ্রীলঙ্কা একটি ম্যাচ জিততে পারে, ‘আমি ভারতের পক্ষে ৪–১ –এ বাজি রাখছি।’

কেন শ্রীলঙ্কা একটি ম্যাচ জিততে পারে, তারও ব্যাখ্যা দিয়েছেন গাভাস্কার,‘লাল বলের চেয়ে শ্রীলঙ্কা সাদা বলে ভালো খেলে। কারণ সাদা বল বেশি সুইং করবে না।’ জিম্বাবুয়ে সিরিজের ব্যর্থতা কাঁধে নিয়ে সব ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তাই সীমিত ওভারের দায়িত্ব বর্তেছে উপুল থারাঙ্গার কাঁধে। টেস্ট সিরিজে তিনি বাজে ফর্মের মধ্যে দিয়ে গেছেন। গাভাস্কার মনে করেন, ওয়ানডে সিরিজে ছবিটা বদলাবে,‘ থারাঙ্গা ভালো ওয়ানডে খেলোয়াড়। ওর নেতৃত্বে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে পারে। এজন্য ওপেনারদের শুরুটা ভাল করতে হবে।’

ঘরোয়া ক্রিকেট এবং দক্ষিণ আফ্রিকা সফরে ভারত ‘এ’ দলের দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মণীশ পাণ্ডে। জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়ে সেই পুরস্কারই তিনি পেয়েছেন। মণীশকে নিয়ে দারুন আশাবাদী গাভাস্কার। তার মতে,‘ মণীশ এই দলে খেলার যোগ্য। দারুণ ব্যাটসম্যানের পাশাপাশি ও দারুণ  একজন ফিল্ডারও। সুযোগ পেলে মণীশ আরও ভাল খেলতে পারবে।’


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!