• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মন্ত্রিসভায় ক্রিকেট দলকে অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩১, ২০১৬, ০৫:৪৯ পিএম
মন্ত্রিসভায় ক্রিকেট দলকে অভিনন্দন

মিরপুরে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার চলা দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে তৃতীয় দিনে এসে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। রবিবার দুই দিন হাতে রেখেই সফরকারী ইংল্যান্ডকে স্বাগতিকরা হারিয়েছে ১০৮ রানে। এ জয়ে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ে সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অভিনন্দন জানানো হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক ক্রিকেট টেস্টে ঢাকা সিরিজে ১০৮ রানের ব্যবধানে জয়লাভ করে যে সিরিজ ড্র করল তার জন্য মন্ত্রিসভা জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জ্ঞাপন করেছে।

এ জয়ের ফলে ১-১ ব্যাবধানে ইংল্যান্ডের সাথে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে টাইগারদের এটিই প্রথম কোনো টেস্ট জয়। এর আগে মোট ৯বার টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হলেও এতদিন তাদের বিপক্ষে জয়শূন্য ছিল বাংলাদেশ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!