• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ১০, ২০১৭, ০৩:১৮ পিএম
মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ: জেলায় মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও আদালত উভয়কে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে এই রায় প্রদান করেন।

মাদক মামলায় দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- জেলার শিবগঞ্জ উপজেলার বাগদূর্গাপুর গ্রামের দোস্ত মোহাম্মদের ছেলে সোয়েবুর রহমান ও একই এলাকার সাদোল ইব্রাহিমের ছেলে মজিবুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনজুমান আরা বেগম জানান, ২০১৬ সালের ২ মার্চ রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড় থেকে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে সোয়েবুর ও মজিবুরকে ২০০ গ্রাম হেরোইনসহ আটক করে। ওই দিনই র‌্যাব-৫ রাজশাহীর নায়েক সুবেদার মোফাজ্জল হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এর প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই গাজী মোয়াজ্জেম হোসেন ২০১৬ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে দীর্ঘ শুনানি শেষে রোববার ৮ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় প্রদান করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!