• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাশরাাফির পক্ষেই জনতার রায়


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ৬, ২০১৮, ০৯:৩০ পিএম
মাশরাাফির পক্ষেই জনতার রায়

ফাইল ছবি

ঢাকা: একজন ক্রীড়াবিদ হিসাবে এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মাশরাফি বিন মর্তুজা। অসামান্য খেলোয়াড়ি মনোভাব, হার-না-মানা জীবনসংগ্রাম, অবিশ্বাস্য নেতৃত্বগুণ ও অসাধারণ জীবনদর্শনই লাল সবুজের ওয়ানডে অধিনায়ককে এই জায়গায় পৌঁছে দিয়েছে। তাইতো ক্রীড়াপ্রেমী জনতার রায় তার পক্ষেই।

অনলাইনে দেয়া ভোটে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি। ক্রীড়ামোদী জনতার রায়ে ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ এবং ফুটবলার জাফর ইকবালকে পিছনে ফেলে জনপ্রিয় ক্রীড়াবিদের পুরষ্কার জিতে নেন ম্যাশ।

শনিবার (৬ জানুয়ারি) হোটেল সোনারগাঁওয়ের বলরুমে জমকালো আয়োজনে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড বিজয়ী মাশরাফির নাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তবে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ থাকায় পুরষ্কার নিতে আসতে পারেন নি তিনি। মাশরাফির হয়ে ট্রফি গ্রহণ করেন ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম।

এছাড়া বর্ষসেরা ক্রিকেটার সাকিব আল হাসান, বর্ষসেরা ফুটবলার জাফর ইকবাল, বর্ষসেরা দাবাড়– এনামুল হোসেন রাজীব, বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়, সোনম সুলতানা সোমা, বর্ষসেরা শ্যূটার অর্নব সারার লাদিফ, বর্ষসেরা সাঁতারু জোনায়না আহমেদ, উদীয়মান অ্যাথলেট জহির রায়হান, বর্ষসেরা কোচ সালাউদ্দিন (ক্রিকেট), বর্ষসেরা সংগঠক মাহফুজা আক্তার কিরণ (ফুটবল), তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব মফিজ উদ্দিন (ফুটবল), বর্ষসেরা স্পন্সর রবি, বিশেষ সম্মাননা সালাম মুর্শেদী (ফুটবল) ও বাদল রায় (ফুটবল) পুরস্কৃত হয়েছেন।

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) সভাপতি মোস্তফা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , বিশ্ব ক্রীড়া সাংবাদিক সংস্থার এশিয়া অঞ্চলের (এআইপিএস) সহ-সভাপতি সাবা নায়েকে, স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ ও ক্রীড়ালেখক সমিতির সাধারন সম্পাদক রেজওয়ান উজ জামান রাজিব।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন, সাবেক ক্রিকেটার অধিনায়ক রকিুবুল হাসান, জালাল আহমেদ চৌধুরী, হকি তারকা আব্দুস সাদেক, সাতবারের দ্রুততম মানব মোশাররফ হোসেন শামীম, সাবেক অ্যাথলেট সাইদুর রব, শামীমা সাত্তার মিমু, সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ভারোত্তলক মাবিয়া আক্তার সীমান্ত, সাবেক শ্যুটার সাবরিনা সুলতানা, সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় কামরুন্নাহার ডানা, দাবাড়ু গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, রানী হামিদ ও দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!