• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মায়ের সাথে খালার বাড়ি যাওয়া হলো না বন্যার!


লালমনিরহাট প্রতিনিধি মার্চ ১৮, ২০১৮, ১০:০৭ এএম
মায়ের সাথে খালার বাড়ি যাওয়া হলো না বন্যার!

লালমনিরহাট: জেলার সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বন্যা রানী ঘোষ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার তিস্তা-মোস্তাফিহাট রেলক্রসিং সংলগ্ন এলাকার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বন্যা রানী কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড়া এলাকার বিদু ঘোষের মেয়ে।

প্রত্যাক্ষদর্শীরা, শনিবার বিকেলে শিশুটি তার মায়ের সাথে অটোরিকসা যোগে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী এলাকায় খালার বাড়িতে যাচ্ছিল। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকসাকে পিছন থেকে ধাক্কা দিলে শিশু বন্যা ছিটকে গিয়ে ট্রাকের নিচে পরে যায়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। 

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) উদয় কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থললেই শিশুটির মৃত্যু হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!