• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘মিসবাহ চাইলে অধিনায়ক থাকবে’


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৫, ২০১৭, ০৩:১৬ পিএম
‘মিসবাহ চাইলে অধিনায়ক থাকবে’

ঢাকা: পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন অধিনায়ক পরিবর্তনের চল বহু পুরনো। পাকিস্তানে যতবার অধিনায়ক রদবদল হয়েছে বিশ্বের আর কোন দেশে হয়েছে বলে মনে হয় না। সেই ধারার পরিবর্তন এনে দিয়েছেন মিসবাহ-উল-হক। পাকিস্তানের টেস্ট ইতিহাসে অন্যতম সফল এই অধিনায়ক টেস্ট অধিনায়কের জোয়াল কাঁধে তুলে নেন ২০১০ সালে। যখন স্পট ফিক্সিং কেলেংকারির জেরে পাকিস্তানের ক্রিকেট হতাশায় আচ্ছন্ন। তখনকার অধিনায়ক সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির একসঙ্গে তিন ক্রিকেটার কারাগারে গিয়েছিলেন।

এমনি এক উদ্ভুত পরিস্থিতিতে ত্রাতার ভুমিকায় আবির্ভূত হন মিসবাহ। তারও এক বছর আগে ২০০৯ সালে লাহোরে শ্রীলংকার টিম বাসে বন্দুকধারীদের অতর্কিত হামলায় দেশান্তরী হয়ে পড়ে পাকিস্তানের ক্রিকেট। এই অবস্থায় পাকিস্তানের ক্রিকেটকে আস্তে আস্তে এগিয়ে নিতে থাকেন মিসবাহ। বিশেষ করে দিন যত গড়িয়েছে পাকিস্তানের টেস্ট ক্রিকেট তত এগিয়েছে। নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মিসবাহ। সংযুক্ত আরব আমিরাতকে হোম ভেন্যু বানিয়ে খেলা পাকিস্তান এই সময় প্রায় সব সিরিজই জিতেছে। ইংল্যান্ডের মাটিতে টেস্ট ড্র করেছে। কিছুদিনের জন্য পাকিস্তান টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বরেও উঠে গিয়েছিল।

 কিন্তু যেই না অস্ট্রেলিয়ায় গিয়ে পাকিস্তানের ভরাডুবি ঘটল অমনি মিসবাহর পেছনে লেগে গেল সাবেকরাসহ সমর্থকরা। লোকে ভুলে গেল তিনি আগে কী করেছেন! কেউ কেউ তো মিসবাহকে ‘বুড়ে’ বলতেও ছাড়লেন না! তার এখনি সরে যাওয়া উচিৎ এমন কড়া মন্তব্য যখন চারদিক থেকে আসছে তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান মিসবাহর প্রতি সম্মানই দেখালেন। তিনি বলে দিলেন,‘ ২০১০ সার থেকে নেতৃত্ব দিয়ে আসছে মিসবাহ। ও পাকিস্তানের ক্রিকেটকে দারুন কিছু দিয়েছে। ও যদি খেলে যেতে চায় তাহলে অধিনায়কের ভুমিকাতেই থাকবে।’

কিছুদিন আগে দুবাই গিয়েছিলেন শাহরিয়ার। সেখানে মিসবাহ,প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক ও নতুন ওয়ানডে অধিনায়ক সরফরাজ আহমেদের সঙ্গে তিনি দেখা করেন। শাহরিয়ার বলেন,‘ আমি দুবাইয়ে মিসবাহর সঙ্গে দেখা করেছি। ওর সঙ্গে কথা হয়েছে। ভবিষ্যত নিয়ে ভাবার জন্য ও ১০-১৫ দিন সময় চেয়েছে। আমরা মনে করি সব ধরণের সুযোগ-সুবিধা ভেবেই ও অবসর নিক।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!