• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘মিয়ানমারের উস্কানিতে সাড়া দেইনি’


কক্সবাজার প্রতিনিধি সেপ্টেম্বর ২৬, ২০১৭, ০৯:৪৭ এএম
‘মিয়ানমারের উস্কানিতে সাড়া দেইনি’

কক্সবাজার: মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতেই, আকাশসীমা এবং আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে মিয়ানমারের দেয়া উস্কানিতে বিজিবি প্রতিক্রিয়া জানায়নি।

কক্সবাজারে, বিজিবির ত্রাণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন এ কথা বলেন। মিয়ানমারে উদ্ভূত পরিস্থিতি সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান বিজিবি মহাপরিচালক।

মেজর জেনারেল আবুল হোসেন জানান, আমরা সবসময় সহনশীলতা দেখিয়ে এসেছি। আমরা একান্ত না হলে কারো বিরুদ্ধে যাবোনা, যদিও তারা ল্যান্ড মাইন চুক্তিতে সাইন করেনি, এছাড়া মাইন লাগালে মার্ক করতে হয়, তারা মার্কও করেনি। আন্তর্জাতিক নিয়ম-কানুন ভাঙ্গাও দেশের উচিত না, তার উস্কানিমূলক কাজ করতে চেয়েছিল, হয়তোবা আমরা তাদের উস্কানিতে সাড়া দিলে অন্য একটি ফ্রন্ট খুলে যেত এবং বিভিন্ন অর্গানাইজেশন এবং দেশগুলো তাদের বিরুদ্ধে যে সোচ্চার হয়েছে, তা অন্য দিকে পরিবর্তিত হয়ে যেত।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!