• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

যেসব হলে চলছে ‌‌‘ইয়েতি অভিযান’


বাবুল হৃদয় নভেম্বর ২৪, ২০১৭, ০৯:৩৬ পিএম
যেসব হলে চলছে ‌‌‘ইয়েতি অভিযান’

ঢাকা: সাফটা চুক্তি অনুসারে বাংলাদেশে মুক্তি পেল তারকা বহুল সিনেমা ‘ইয়েতি অভিযান’। শুক্রবার (২৪ নভেম্বর) দেশের ৩৪টি হলে সগৌরবে চলছে কলকাতার এই সিনেমাটি। হলমালিক সূত্রে জানা গেছে, প্রথম দিনের তিনটি শো ছিল হাউজফুল।

এদিকে মুক্তির আগেই আলোচনায় ছিল ‘ইয়েতি অভিযান’। এর মূল কারণ ছিল- ছবিটিতে অভিনয় করেছেন বাংলাদেশের লাস্যময়ী নায়িকা বিদ্যা সিনহা মিম। সঙ্গত কারণে ছবিটি নিয়ে এ দেশে আগ্রহ সৃষ্টি হয়েছে। 

সাফটা চুক্তি মেনে কলকাতা থেকে সিনেমাটি আমদানি করেছে দেশীয় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। এই হিসেবে কলকাতায় চলছে শাকিবের ‘বসগিরি’। ‘ইয়েতি অভিযান’ পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। সিনেমায় গান করেছেন, অরিজিৎ সিং, অনুপম রায়, রূপম ইসলাম  ও পাপন।

সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের তৃতীয় উপন্যাস ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ অবলম্বনে নির্মিত অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আরিয়ান, যিশু সেন গুপ্ত। এতে দেখা যাবে দেশীয় তারকা বিদ্যা সিনহা মিম ও ফেরদৌসকে। ২২ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পেয়েছে ‘ইয়েতি অভিযান’। 

যে সব হলে চলছে ‌‌‘ইয়েতি অভিযান’

১। স্টার সিনেপ্লেক্স - ঢাকা  ২। বলাকা সিনেওয়ার্ল্ড - ঢাকা ৩। শ্যামলী - ঢাকা ৪। মধুমিতা - ঢাকা ৫। সনি - ঢাকা ৬। চিত্রামহল - ঢাকা ৭। সেনা - ঢাকা ৮। ফ্যান্টাসি - ঢাকা ৯। চন্দ্রিমা- শ্রীপুর ১০। চম্পাকলি- টঙ্গী ১১। বর্ষা - জয়দেবপুর  ১২। নন্দিতা- সিলেট ১৩। মনিহার- যশোর ১৪। উপহার - রাজশাহী ১৫। শংখ - খুলনা ১৬। চিত্রালী - খুলনা ১৭। অভিরুচি - বরিশাল ১৮। নিউ মেট্রো - নারায়ণগঞ্জ ১৯। ছায়াবানী- ময়মনসিংহ ২০। বীণা- পাবনা ২১। মডার্ন - দিনাজপুর ২২। কাকলী - শেরপুর ২৩। হীরামন- নেত্রকোনা ২৪। মানসী - কিশোরগঞ্জ ২৫। কেয়া- টাঙ্গাইল ২৬। মাধবী - মধুপুর ২৭। পূর্বাশা - সান্তাহার ২৮। মিলন - মাদারীপুর ২৯। সঙ্গীতা - সাতক্ষীরা ৩০। অনামিকা- পিরোজপুর ৩১। ছন্দা- কালীগঞ্জ ৩২। লাইট হাউজ- পারুলিয়া ৩৩। মমতাজমহল- নীলফামারী ৩8। রাজু - ঈশ্বরদী।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!