• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোনালদোকে ছাড়াই রিয়ালের বড় জয়


ক্রীড়া ডেস্ক আগস্ট ২১, ২০১৭, ১১:১৩ এএম
রোনালদোকে ছাড়াই রিয়ালের বড় জয়

ঢাকা: রিয়াল মাদ্রিদ যে ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর আর নির্ভরশীল নয় সেটি বেশ ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছেন জিনেদিন জিদান। স্প্যানিশ সুপার কাপে ন্যূ ক্যাম্পে রেফারিকে ঠেলে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হন রিয়ালের পর্তুগিজ তারকা। লা-লিগায় দেপোর্তিভোর বিপক্ষে এর কোনো প্রভাবই পড়ল না। তাদের মাঠে গিয়ে ৩-০ গোলে জিতে গেল রিয়াল। ফলে মৌসুমটা বড় জয় দিয়েই শুরু করল জিদানের ছেলেরা।

রোববার রাতে ২০ মিনিটে স্বাগতিক দলের গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় রিয়াল। লুকা মডরিচের শট সোজাসুজি হলেও হাতে জমাতে পারেননি গোলরক্ষক। ফিরতি বলে বেনজামা ঠিক মত শট না নিতে পারলেও ফাঁকা জালে বল ঠেলে দেন গ্যারেথ বেল। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো। ইসকোর বাড়ানো বল বুক দিয়ে বল নিয়ন্ত্রণে গোলমুখে পাস দেন মার্সেলো। আর তা থেকে বিনা বাধায় ফাঁকা জালে বল জড়িয়ে দেন এই ব্রাজিলিয়ান।

বিরতি থেকে ফিরে ব্যবধান ৩-০ করেন ক্রুস। ওয়েলসের ফরোয়ার্ড বেলের কাটব্যাক পেয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন জার্মান এই মিডফিল্ডার। ৮৯ মিনিটে পেনাল্টি পেয়েও ব্যবধান কমাতে পারেনি স্বাগতিকরা। ফ্লোরিন আন্দোনের স্পটকিক ডানে ঝাঁপিয়ে ঠেকান নাভাস।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!