• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোববার বসছে সংসদ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৬, ২০১৮, ০৮:০৬ পিএম
রোববার বসছে সংসদ

ঢাকা: দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন রোববার(৭ জানুয়ারি) শুরু হচ্ছে। নতুন বছরের প্রথম এ অধিবেশনে সাংবিধানিক বিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৪টায় এ অধিবেশন শুরু হবে। তারপর পুরো অধিবেশন জুড়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। এদিকে সংসদের শীতকালীন এ অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে অনুষ্ঠেয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনার ঘণ্টা নির্ধারণ হবে।

সংসদ অধিবেশনের জন্য সংসদ সচিবালয় থেকে সংসদ ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংসদ ভবন এলাকার জন্য নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে, শনিবার(৬ জানুয়ারি) রাত ১২টা থেকে সংসদ ভবন এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক বা দূষণীয় দ্রব্য বহন এবং এসব এলাকায় মিছিল, সমাবেশ, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

সংসদ সচিবালয়ের ওয়েবসাইটে প্রদত্ত অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। এগুলো হলো সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের পর প্রথম দিনের বৈঠক মূলতবি করা হবে।

সংসদের গত অধিবেশনের পর দুইজন সংসদ সদস্য মারা গেছেন। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক এবং গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তাফা।

রাষ্ট্রপতি হিসেবে মো.আবদুল হামিদের এটি হবে সংসদে দেয়া শেষ ভাষণ। এ বছরের ১৮ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতির ৫ বছরের মেয়াদ শেষ হচ্ছে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!