• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যাওয়াই সমাধান


জ্যেষ্ঠ প্রতিবেদক অক্টোবর ২২, ২০১৭, ০৭:৪১ পিএম
রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যাওয়াই সমাধান

ঢাকা: মিয়ানমারের রাখাইন থেকে যারা বাংলাদেশে এসেছে, তাদের ফেরত যাওয়াই এই সমস্যার সমাধান। এক্ষেত্রে ভারতও মনে করে এর একমাত্র কার্যকর সমাধান হচ্ছে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়া বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

রোববার(২২ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে চতুর্থ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠক শেষে ভারতের পরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। যৌথ বৈঠক শেষ হোটেল সোনারগাঁতে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সুষমা বলেন, ‘রাখাইনে চলমান সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান দরকার। এই সমস্যা সমাধানের জন্য রাখাইন থেকে যারা বাংলাদেশে এসেছে, তাদের ফেরত যেতে হবে। ভারত মনে করে রাখাইন সমস্যার স্থায়ী সমাধানের জন্য সেখানকার আর্থ-সামাজিক উন্নতি দরকার। সেটি করতে ভারত তৈরি আছে।’

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানান। বৈঠক শেষে তিনি বলেন,‘রোহিঙ্গা সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান খোঁজার জন্য আমরা চেষ্টা করছি যেন রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যেতে পারে। সেজন্য আমি ভারতের প্রতি আহ্বান জানাই, তারা যেন মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করে।’ 

বৈঠকে বাংলাদেশ-ভারতের পানি সহযোগিতা নিয়ে আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, ‘পানিসম্পদ আমাদের দুই দেশের বন্ধনকে আরও সুদৃঢ় করার উপাদান হিসেবে কাজ করবে। আমরা তিস্তাসহ দুই দেশের যৌথ নদীগুলোর পানিবণ্টন নিয়ে আলোচনা করেছি। আমরা তাদের মনে করিয়ে দিয়েছি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, আমাদের দুই সরকারের সময়েই তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে।’

পানিবণ্টন চুক্তি বিষয়ে সুষমা স্বরাজ বলেন, ‘আমাদের দুই দেশের ভেতরে কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা এগুলো নিয়ে কাজ করছি।’

সোনালীনিউজ/তালেব

Wordbridge School
Link copied!