• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাকিব খানের অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছে আনন্দবাজার!


বিনোদন প্রতিবেদক এপ্রিল ২২, ২০১৮, ১০:৩৮ এএম
শাকিব খানের অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছে আনন্দবাজার!

চালবাজ ছবির দৃশ্যে শাকিব খান

ঢাকা: এবার সুপারস্টার শাকিব খানের অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতার আলোচিত পত্রিকা আনন্দবাজার! চালবাজ-এ শাকিবের দুর্বল অভিনয় নিয়ে  বলেছে, শাকিবের মুখের অভিব্যক্তির কোনও বদল ঘটে না খুশির বা দুঃখের দৃশ্যে। শুধু শাকিব নয়, গ্ল্যামার কুইনের অবতার থেকে বেরিয়ে আসার কোনও চেষ্টা দেখা যায় না শুভশ্রীর অভিনয়ও।

এদিকে সিনেমাটি মুক্তি পেতে না পেতেই এর বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। অনেকগুলি বলিউডের রোম্যান্টিক কমেডি সিনেমার থেকে কিছু-কিছু ঘটনা তুলে যদি একটা গল্প বানানোর চেষ্টা হয়, আর সেটা যদি মিশে যায় দুর্বল অভিনয় ও একই ধরণের সংলাপের সঙ্গে, তাহলে যা তৈরি হয়, সেটাই হল ‘চালবাজ’।

চালবাজ ছবির দৃশ্যে শাকিব-শুভশ্রী

কলকাতার নির্মাতা জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ‘চালবাজ’ সিনেমাটি ২০ এপ্রিল কলকাতার ৯১টি হলে মুক্তি পেয়েছে। আগামী সপ্তাহে বাংলাদেশেও ৮০টি হলে সিনেমাটি মুক্তি কথা রয়েছে। ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। এছাড়াও আছেন কলকাতার অভিনয়শিল্পী শুভশ্রী গাঙ্গুলি, আশিস বিদ্যার্থী ও রজতাভ দত্ত। 

চালবাজ ছবির দৃশ্যে শাকিব-শুভশ্রী

সিনেমায় দেখা গেছে, কাকার বাড়িতে বড় হওয়া শ্রীজাতার (শুভশ্রী) বিয়ে ঠিক করা হয়, তার উচ্চশিক্ষার স্বপ্নকে থামিয়ে দিয়ে। বিয়ের রাতেই বাড়ি থেকে পালিয়ে, লন্ডনে পুরনো প্রেমিকের কাছে চলে যায় শ্রীজাতা। গিয়ে জানতে পারে সেই ছেলেটির এক বিদেশিনী প্রেমিকা আছে।

বিয়ে, এবং বিদেশে পিএইচডি করার স্বপ্ন, দুটোই ভেঙে যায় শ্রীজাতার। এমন সময়েই তার পরিচয় হয় টাকা রোজগারের জন্য ড্রাইভার থেকে শেফ, সব রকম কাজ করা রাজার সঙ্গে (শাকিব)। রাজা ‘টাকার জন্য সব করতে পারে, কিন্তু নিজের কাছে নিজে ছোট হয়ে যায় এমন কিছু করবে না’। তারা একসঙ্গে দেশে ফিরে এলে শুরু হয় নানা ঘটনা। শ্রীজাতার বাড়ির লোকজন রাজাকেই তার বর ভেবে বসে।

রাজার সহায়কের ভূমিকায় রজতাভর অভিনয় স্বভাবতই ভাল। এক কাপ চা বানাতেও জানে না সে, অথচ এক ব্যাগ হাতা-খুন্তি নিয়ে গোয়া থেকে লন্ডন চলে যায় শেফ হতে। রজতাভর কমিক টাইমিং নিয়ে আলাদা করে কিছু বলা নিষ্প্রয়োজন। শ্রীজাতার কাকার ভূমিকায় আশিস বিদ্যার্থীও ভাল।

সবশেষে বলা যায়, গল্পটি থেকে অনেক অংশ বাদ দিয়ে, হাসির সংলাপগুলি আরও বুদ্ধিদীপ্ত করে, আরও সহজভাবে গল্পটি বললে হয়তো আর একটু ভাল লাগত।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!