• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘শিক্ষককে কান ধরিয়ে ওঠবসের ঘটনার তদন্ত হবে’


নিজস্ব প্রতিবেদক মে ১৬, ২০১৬, ০৪:৪২ পিএম
‘শিক্ষককে কান ধরিয়ে ওঠবসের ঘটনার তদন্ত হবে’

নারায়ণগঞ্জের মদনপুরের পিয়ার সাত্তার লতিফ হাইস্কুলের প্রধান শিক্ষককে কান ধরিয়ে ওঠবস করিয়ে শাস্তি দেওয়ার ঘটনা তদন্ত করে দেখবে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধান শিক্ষককে কান ধরিয়ে ওঠবস করানোর ঘটনা খুবই দুঃখজনক। এই ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া, বরিশালের এসএসসি পরীক্ষায় ফেল করার পরে কষ্টে এক এক ছাত্র আত্মহত্যা করে। কিন্তু পরে আবার জানানো হয় ওই শিক্ষার্থী পাস করেছে। বোর্ডের এমন ভুলের ঘটনাও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

প্রসঙ্গত, সম্প্রতি নারায়ণগঞ্জের মদনপুর ইউনিয়নের পিয়ার সাত্তার লতিফ হাইস্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লোক সমাগমের উপস্থিতে কান ধরিয়ে ওঠবস করানো হয়। পরবর্তীতে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিতর্কের ঝড় ওঠে।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!