• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিশুকে বাঁচাতে গিয়ে শিক্ষকের মৃত্যু


রংপুর ব্যুরো জুন ২৫, ২০১৮, ০৮:৩২ পিএম
শিশুকে বাঁচাতে গিয়ে শিক্ষকের মৃত্যু

রংপুর : রাস্তার দৌড়ে আসা শিশুকে বাঁচাতে গিয়ে আনিছুল করীম (৩৮) নামে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় রংপুর-বদরগঞ্জ সড়কের নাজিরেরহাট এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত মোটরসাইকেল চালক আনিছুল করীম (৩৮) নিউ জুম্মাপাড়াস্থ নীড় স্টুডেন্ট কেয়ার একাডেমীর অধ্যক্ষ। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন গ্রামের আব্দুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদশীরা জানান, সোমবার দুপুরে নাজিরেরহাট এলাকায় শিক্ষক আনিছুল করীম ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে এক ছোট শিশুকে রাস্তায় দৌড় দিতে দেখেন। এ সময় শিশুটিকে বাঁচাতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলে তাকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেলের প্যাডেলের রড তার মাথায় ঢুকলে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কোতয়ালী থানা পুলিশের ওসি তদন্ত মোক্তারুল আলম। তিনি জানান, নিহত মোটরসাইকেল আরোহী আনিছুল করীমের মাথায় হেলমেড না থাকায় ছোট ওই দুর্ঘটনায় মৃত্যুর এই ঘটনা ঘটেছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!