• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাগর হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন


ময়মনসিংহ প্রতিনিধি সেপ্টেম্বর ৩০, ২০১৭, ০৫:২৩ পিএম
সাগর হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ: গৌরীপুরে চরশ্রীরামপুর গাউছিয়া মৎস্য প্রজনন কেন্দ্রের সামনে চোর সন্দেহে সাগর মিয়া নামে কিশোরকে খুঁটির সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যায় অভিযুক্ত গাউছিয়া মৎস্য হ্যাচারির মালিক আক্কাছ আলীসহ সকল খুনিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এ কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে অংশ নেন-  এডভোকেট খালেকুজ্জামান, আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক, এড. মোয়াজ্জেম হোসেন বাবুল। মানবাধিকার কমিশন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু।   

মানবাধিকার কমিশন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি আবুল কালাম ভূইয়া, সাধারণ সম্পাদক চেয়ারম্যান মফিজুন নুর খোকা, সদর সভাপতি  শিব্বির আহমেদ লিটন। 

মময়মনসিং জেলা জাসদের সভাপতি এড.গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক, এড. সাদেক হোসেন। আওয়ামী লীগ নেতা এম এ কদ্দুস, প্রিন্সিপাল লে.কর্নেল সাহাবুদ্দিন। সাংবাদিক নেয়ামুল কবির সজল, সাংবাদিক মোস্তফা, এড. ইমদাদুল হক মিল্লাত প্রমুখ  সহ মানবাধিকার কমিশনের সদস্য , বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!