• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাপের কামড়ে ঘুমন্ত স্কুলছাত্রীর মৃত্যু


নাটোর প্রতিনিধি জুলাই ১৮, ২০১৭, ০৮:৪০ পিএম
সাপের কামড়ে ঘুমন্ত স্কুলছাত্রীর মৃত্যু

প্রতীকী ছবি

নাটোর: জেলার লালপুর উপজেলায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে ইতি খাতুন(১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়ন চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সে কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের মেয়ে এবং চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী ছিল।

ইতির বাবা নজরুল ইসলাম জানান, মঙ্গলবার (১৮ জুলাই) ভোর ৪টার দিকে ঘুমন্ত অবস্থায় ইতির হাতে বিষধর সাপ কামড় দিলে সে চিৎকার করে উঠে এবং অচেতন হয়ে পড়ে। তখন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান ইতি।  

এদিকে ইতির মৃত্যুতে সহপাঠি ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!